Monday, November 10, 2025

বন্ধ লোকাল ট্রেন , সবজির দাম আকাশছোঁয়া; পাল্লা দিচ্ছে মাছ-মাংস

Date:

বন্ধ লোকাল ট্রেন ৷ ফলে বেশি টাকা খরচ করে লরি বা ম্যাটাডোরে করে বাজারে আনতে হচ্ছে সবজি ৷ এদিকে পেট্রোল, ডিজেলের দামও ঊর্ধ্বমুখী ৷ সব মিলিয়ে সবজির দাম ফের আকাশছোঁয়া।
বৃহস্পতিবার থেকে হাওড়া পূর্ব এবং দক্ষিণ-পূর্ব শাখায় লোকাল ট্রেন চলাচল বন্ধ । ট্রেন চলছে না শিয়ালদহের কোনও শাখায়। যার নিট ফল,
সবজির দাম হু হু করে বাড়ছে পাইকারি বাজারে । মাথায় হাত পড়েছে ক্রেতাদের । হাওড়া পাইকারি সবজি বাজারে হাওড়া, হুগলি, বর্ধমান, উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন জেলা থেকে চাষিরা সবজি নিয়ে আসেন । পটল, বেগুন, ঝিঙে, কাঁচা লঙ্কা, লাউ, ফুলকপি সহ বিভিন্ন সবজি হাওড়া ও শিয়ালদহ কোলে মার্কেটের পাইকারি সবজি বাজারে চাষিরা নিয়ে আসেন । কিন্তু লোকাল ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন চাষিরা । তাঁরা ছোট ছোট লরি অথবা ম্যাটাডোর ভাড়া করে মাল নিয়ে আসছেন বাজারে । ফলে পরিবহন খরচ বেড়ে গিয়েছে কয়েক গুণ ।
ব্যবসায়ীরা জানিয়েছেন,ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় লরিতে করে সবজি বাজারে আনতে খরচ অনেকটাই বেড়েছে । ফলে বাধ্য হয়ে চাষিরা কাঁচা আনাজের দাম বাড়িয়ে বিক্রি করছেন ।
হাওড়া ও শিয়ালদহ সবজি বাজারে আজ শনিবার কিলো প্রতি সবজির দাম গড়ে ৪ থেকে ৬ টাকা বেড়েছে । ফলে খুচরা বাজারে বিক্রেতারা কেজি প্রতি আরও ১২ থেকে ১৫ টাকা বাড়িয়ে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে চরম সমস্যায় পড়েছেন সাধারণ ক্রেতারা । সবজির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের ৷

একনজরে দেখে নিন আজকের বাজারদর-

জ্যোতি আলু -১৫-১৭ টাকা প্রতিকিলো।
চন্দ্রমুখী আলু ২২-২৪ টাকা কিলো।
পিঁয়াজ ৩০ টাকা
প্রতিকিলো।
আদা ১২০ টাকা প্রতিকিলো।
কুমড়ো ৩০ টাকা প্রতিকিলো।
ফুলকপি প্রতি পিস ৩০ টাকা।
উচ্ছে ৮০-১০০ টাকা প্রতিকিলো ।
পটল – ৩০-৪০ টাকা প্রতিকিলো।
এঁচোর – ৫০ টাকা প্রতিকিলো।
ঢ্যেঁড়স – ৩০-৪৫ টাকা প্রতিকিলো।
বেগুন – ৪০-৫০টাকা প্রতিকিলো।
টমেটো ৩০ টাকা প্রতি কিলো।
লঙ্কা ১০০ টাকা প্রতিকিলো।
গাজর ৫০ টাকা প্রতিকিলো।
ঝিঙে ৫০-৬০ টাকা ।
পাতি লেবু- ৫ টাকা প্রতিটি।
রসুন- ১০০ টাকা ।

এরই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মাছের ও মাংসের দাম।

মাছ: প্রতিকেজি রুই (গোটা) ১৮০-২৬০ টাকা।
রুই (কাটা) ২৫০-৩০০ টাকা।
কাতলা (গোটা) ৩০০-৩৫০টাকা। কাতলা (কাটা) ৪০০-৫০০টাকা।
বাটা-২০০টাকা। ভেটকি ৪৫০-৫০০ টাকা।
গলদা চিংড়ি ৬০০-৭০০ টাকা, বাগদা ৭৫০-৮০০ টাকা।
তোপসে ৬০০-৮০০ টাকা।
পমফ্রেট ৫০০- ৬০০ টাকা।
পার্শে ৩০০-৫০০টাকা।

মাংস: মুরগি – ১৬০-২০০ টাকা কিলো।
পাঁঠা ৬৫০-৭৫০ টাকা কিলো।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version