Sunday, February 1, 2026

‘দেশে করোনার তৃতীয় ঢেউ নাও আসতে পারে’, কেন্দ্রের শীর্ষ বিজ্ঞান উপদেষ্টার বার্তা

Date:

Share post:

দেশজুড়ে সংক্রমণ-গ্রাফ প্রতিদিন উর্ধ্বমুখী হচ্ছে৷ দীর্ঘায়িত হচ্ছে মৃত্যু মিছিল৷ আতঙ্ক আরও বাড়িয়েছে বিশেষজ্ঞরা ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করার পর৷
তবে এই উদ্বেগের মাঝেই শুক্রবার আশ্বাসের কথা শুনিয়েছেন কেন্দ্রের শীর্ষ বিজ্ঞান উপদেষ্টা কে বিজয় রাঘবন ( K Vijay Raghavan)৷ তিনি বলেছেন, “করোনার তৃতীয় ঢেউ (Corona Third Wave) ভারতে নাও আসতে পারে, যদি সঠিক এবং কঠোরভাবে বিধি (corona protocol) মানা হয়”৷ পাশাপাশি তিনি বলেছেন, “ভাইরাস নিয়ন্ত্রণে আরও উন্নত ভ্যাকসিনের প্রয়োজন দেখা দিয়েছে”৷ প্রসঙ্গত, এর আগে তিনিই জানিয়েছিলেন, “দেশে করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী।”

করোনার তৃতীয় ঢেউ ভারতে নাও আসতে পারে, এমন বক্তব্যের ব্যাখায় বিজয় রাঘবন বলেছেন, “এখন থেকেই সঠিক পদক্ষেপ করা গেলে দেশের সর্বত্র করোনার তৃতীয় ঢেউ আসবে না৷” তিনি বলেছেন, “দেশজুড়ে অতিমারির প্রভাব কোথাও খুব বেশি, আবার কোথাও খুবই কম। ফলে এটা বোঝা যাচ্ছে, তৃতীয় ঢেউ আসতে পারে শুধু বেনিয়ম হচ্ছে এমন জায়গাতেই।”

আরও পড়ুন-একদিনে করোনায় রেকর্ড সংখ্যক মৃত্যু দেশে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন

রাঘবন আরও জানান, “তৃতীয় ঢেউয়ের থেকেও এখন বেশি আলোচনা দরকার করোনা- সংক্রমিত এলাকা নিয়ে, সংক্রমণের তীব্রতা নিয়ে। আগে থেকে কঠোর পদক্ষেপ নিলে করোনার তৃতীয় ঢেউ সব জায়গায় তো বটেই, গোটা দেশেও আসবে না। এর জন্য আঞ্চলিক স্তরকে আগে গুরুত্ব দিতে হবে”৷ রাঘবনের পরামর্শ, সম্পূর্ণ লকডাউন থেকে কারফিউ সহ অন্যান্য পদক্ষেপ দ্রুত গ্রহণ করতে হবে। তিনি বলেছেন, মৃদু উপসর্গ দেখা দিয়েছে, এমন রোগীদের জন্যও ঢালাও করোনা টেস্ট, টিকাকরণে জোর দিতে হবে।
গত বুধবার কেন্দ্রের শীর্ষ বিজ্ঞান উপদেষ্টা কে বিজয় রাঘবন’ই এক সরকারি বিবৃতিতে জানিয়েছিলেন, “করোনার নতুন স্ট্রেনের সঙ্গে টিকারও বদল প্রয়োজন। এখন যে টিকা রয়েছে তা করোনার দ্বিতীয় ওয়েভের সংক্রমণ আটকানোর জন্য। এরপর দেশে তৃতীয় ওয়েভ প্রবেশ করবে। তৃতীয় ওয়েভ আসবেই। ফলে, আরও বেশি সংক্রমণ হবে। তা রুখতে উন্নতমানের টিকা বানাতে হবে। সেই বিজয় রাঘবন’ই এখন জানালেন, সঠিক এবং কঠোরভাবে বিধি মানা হলে দেশে করোনার তৃতীয় ঢেউ নাও আসতে পারে”৷

Advt

spot_img

Related articles

শুক্রের পরে শনিতে: রাজ্য পুলিশে ফের সংশোধন ও রদবদল

শুক্রবার রাজ্য পুলিশের ডিজি পদে এসেছেন পীযূষ পাণ্ডে। এরকমই রাজ্যের পুলিশের (West Bengal police) শীর্ষ পদে ব্যাপক রদবদল...

সোমে মাধ্যমিক, এখনও নেই অ্যাডমিট! ৮৬টি স্কুলকে চরম হুঁশিয়ারি পর্ষদের

হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা। সোমবার থেকেই শুরু হতে চলেছে জীবনের প্রথম বড় পরীক্ষা ‘মাধ্যমিক’। অথচ দুশ্চিন্তার পাহাড়...

নারী সুরক্ষায় বড় পদক্ষেপ: মহিলাদের সুবিধার্থে বিশেষ পার্কিং জোন চালু করল অ্যাক্রোপলিস মল

কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন ‘অ্যাক্রোপলিস মল’ মহিলা ক্রেতা ও চালকদের সুবিধার্থে একগুচ্ছ অভিনব পদক্ষেপ গ্রহণ করল। মহিলাদের...

সেঞ্চুরির পর কিপিংয়ের মহড়াও সারলেন ঈশান, বিশ্বকাপের প্রথম একাদশ বেছে নিলেন গম্ভীর?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচে ৪৬ রানে জিতল ভারত(India)। সিরিজের ফল ৪-১ । টি২০ বিশ্বকাপ শুরুর সাত দিন...