Friday, December 19, 2025

‘দেশে করোনার তৃতীয় ঢেউ নাও আসতে পারে’, কেন্দ্রের শীর্ষ বিজ্ঞান উপদেষ্টার বার্তা

Date:

Share post:

দেশজুড়ে সংক্রমণ-গ্রাফ প্রতিদিন উর্ধ্বমুখী হচ্ছে৷ দীর্ঘায়িত হচ্ছে মৃত্যু মিছিল৷ আতঙ্ক আরও বাড়িয়েছে বিশেষজ্ঞরা ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করার পর৷
তবে এই উদ্বেগের মাঝেই শুক্রবার আশ্বাসের কথা শুনিয়েছেন কেন্দ্রের শীর্ষ বিজ্ঞান উপদেষ্টা কে বিজয় রাঘবন ( K Vijay Raghavan)৷ তিনি বলেছেন, “করোনার তৃতীয় ঢেউ (Corona Third Wave) ভারতে নাও আসতে পারে, যদি সঠিক এবং কঠোরভাবে বিধি (corona protocol) মানা হয়”৷ পাশাপাশি তিনি বলেছেন, “ভাইরাস নিয়ন্ত্রণে আরও উন্নত ভ্যাকসিনের প্রয়োজন দেখা দিয়েছে”৷ প্রসঙ্গত, এর আগে তিনিই জানিয়েছিলেন, “দেশে করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী।”

করোনার তৃতীয় ঢেউ ভারতে নাও আসতে পারে, এমন বক্তব্যের ব্যাখায় বিজয় রাঘবন বলেছেন, “এখন থেকেই সঠিক পদক্ষেপ করা গেলে দেশের সর্বত্র করোনার তৃতীয় ঢেউ আসবে না৷” তিনি বলেছেন, “দেশজুড়ে অতিমারির প্রভাব কোথাও খুব বেশি, আবার কোথাও খুবই কম। ফলে এটা বোঝা যাচ্ছে, তৃতীয় ঢেউ আসতে পারে শুধু বেনিয়ম হচ্ছে এমন জায়গাতেই।”

আরও পড়ুন-একদিনে করোনায় রেকর্ড সংখ্যক মৃত্যু দেশে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন

রাঘবন আরও জানান, “তৃতীয় ঢেউয়ের থেকেও এখন বেশি আলোচনা দরকার করোনা- সংক্রমিত এলাকা নিয়ে, সংক্রমণের তীব্রতা নিয়ে। আগে থেকে কঠোর পদক্ষেপ নিলে করোনার তৃতীয় ঢেউ সব জায়গায় তো বটেই, গোটা দেশেও আসবে না। এর জন্য আঞ্চলিক স্তরকে আগে গুরুত্ব দিতে হবে”৷ রাঘবনের পরামর্শ, সম্পূর্ণ লকডাউন থেকে কারফিউ সহ অন্যান্য পদক্ষেপ দ্রুত গ্রহণ করতে হবে। তিনি বলেছেন, মৃদু উপসর্গ দেখা দিয়েছে, এমন রোগীদের জন্যও ঢালাও করোনা টেস্ট, টিকাকরণে জোর দিতে হবে।
গত বুধবার কেন্দ্রের শীর্ষ বিজ্ঞান উপদেষ্টা কে বিজয় রাঘবন’ই এক সরকারি বিবৃতিতে জানিয়েছিলেন, “করোনার নতুন স্ট্রেনের সঙ্গে টিকারও বদল প্রয়োজন। এখন যে টিকা রয়েছে তা করোনার দ্বিতীয় ওয়েভের সংক্রমণ আটকানোর জন্য। এরপর দেশে তৃতীয় ওয়েভ প্রবেশ করবে। তৃতীয় ওয়েভ আসবেই। ফলে, আরও বেশি সংক্রমণ হবে। তা রুখতে উন্নতমানের টিকা বানাতে হবে। সেই বিজয় রাঘবন’ই এখন জানালেন, সঠিক এবং কঠোরভাবে বিধি মানা হলে দেশে করোনার তৃতীয় ঢেউ নাও আসতে পারে”৷

Advt

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...