Thursday, August 21, 2025

কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে নির্বাচনী আইন সংস্কারের দাবি মমতার

Date:

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী(chief minister) হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায(Mamata Banerjee)। এরপর শনিবার বিধানসভায় অধ্যক্ষ নির্বাচন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে সরাসরি নির্বাচন কমিশনকে(election commission) কাঠগড়ায় তুললেন তৃণমূল নেত্রী। কমিশনকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে তোপ দাগার পাশাপাশি অবিলম্বে নির্বাচনী আইনের সংস্কার হওয়া উচিত বলে জানালেন তিনি। পাশাপাশি কমিশনের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ তুলে মমতা বলেন, ‘নির্বাচন কমিশন সাহায্য না করলে বিজেপি(BJP) ৩০ টা আসনও পেত না।’

একুশের মহাযুদ্ধে একাধিকবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার তিনি অভিযোগ করেছেন, বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করে জাতীয় নির্বাচন কমিশন। তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর এদিন বিধানসভায়(assembly) দাঁড়িয়ে ফের একবার কমিশনের বিরুদ্ধে সরব হয়ে মমতা বলেন, “নির্বাচন কমিশনের সহায়তায় কোথাও কোথাও রিগিং হয়েছে। চিরকূট দিয়ে বদলি করে দেওয়া হয়েছে প্রশাসনিক আধিকারিকদের। বিজেপির সুবিধা করে দিতে ওদের কথা শুনে ইচ্ছামত যা খুশি তাই করেছে।” পক্ষপাত প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে ব্যান করেছে অথচ যারা উস্কানিমূলক কথা বলেছে, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি”। নির্বাচন কমিশনের এহেন পক্ষপাতদুষ্টতা বন্ধ করার জন্য এদিন বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “অবিলম্বে নির্বাচনী আইন সংস্কার হওয়া উচিত।”

আরও পড়ুন:বিজেপি ‘ডবল ইঞ্জিন’ সরকার চেয়েছিল, মানুষ আমাদের ডবল সেঞ্চুরি দিয়েছে: মমতা

এছাড়াও শনিবার বিধানসভা থেকে বিজেপির বিরুদ্ধে সরাসরি তোপ দাগেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন পরবর্তী হিংসা প্রসঙ্গে তিনি বলেন, “বিজেপি জনগণের রায় সহ্য করতে পারছে না। ওদের উত্তেজনা যেন আমাদের উত্তেজিত না করে। বাংলা এমন জায়গা যেখানে সব ধর্ম মিলেমিশে থাকে। নজর রাখুন, এলাকায় কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে। বাংলার মানুষ ভাগাভাগি, দাঙ্গা পছন্দ করে না। অনেক চেষ্টা করেছে। ২৯ তারিখ বীরভূমে ভোট, ২৭ তারিখে কেষ্টর বাড়িতে সিবিআই (CBI) পাঠিয়েছে। আমাকে ব্যান করেছে অথচ যারা উস্কানিমূলক কথা বলেছে, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।” পাশাপাশি ফেক ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, “বাংলা নিয়ে যা ভিডিও পোস্ট হয়েছে, তার ৯৯% ফেক। মানুষকে গিয়ে বোঝান, এ সব প্রচার মিথ্যা।” পাশাপাশি ভোট-পরবর্তী হিংসা থামাতে রং না দেখে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার আশ্বাস দেন তিনি।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version