করোনা আক্রান্ত হয়ে প্রবল শ্বাসকষ্টে বাড়িতেই মারা গেলেন বিশিষ্ট সাংবাদিক কমল ভট্টাচার্য (75)।
রবিবার সকালে ভিআইপি রোড সংলগ্ন আবাসনেই প্রয়াত হন তিনি। সকালে ফোন করেছিলেন পরিচিত এক টিভি চ্যানেলের মালিককে। অনুরোধ,” আমাকে কোথাও ভর্তি করে দিন। খুব শ্বাসকষ্ট হচ্ছে।” সেই ব্যবস্থা হতে হতেই আধঘন্টার মধ্যে মারা যান কমলবাবু। তাঁর স্ত্রী রয়েছেন। একমাত্র কন্যা শ্রীলেখা লন্ডনে থাকে।
বর্ষীয়ান কমলবাবু একসময় যুগান্তরের সাংবাদিক ছিলেন। পরবর্তীকালে সংবাদ প্রতিদিন -এ আসেন। দীর্ঘদিন দিল্লিতে সাংবাদিকতা করলেও পরে কলকাতায় বিভিন্ন দায়িত্বে ছিলেন। একসময়ে কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক ও সভাপতিও ছিলেন তিনি।













https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be