আগামী ২ দিন নিমতলা শ্মশানে বন্ধ নন-কোভিড মৃতদেহের সৎকার

রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে নিমতলা শ্মশানে আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ ২ দিন বৈদ্যুতিন চুল্লিতে নন-কোভিড মৃতদেহের সৎকার বন্ধ রাখা হচ্ছে।

কাশীপুর-বেলগাছিয়া নবনির্বাচিত তৃণমূল বিধায়ক অতীন ঘোষ বলেছেন, নিমতলা শ্মশানের ৪ টি বৈদ্যুতিক চুল্লিতেই কোভিডে মৃতদেহ দাহ করা হচ্ছে। মৃতদেহ জড়ানো প্লাস্টিক গলে তৈরি হচ্ছে সমস্যা। ধোঁয়া নিয়ন্ত্রক যন্ত্রগুলিও ঠিকঠাক কাজ করছে না। ফলে চাপ কমিয়ে ৪ টি চুল্লিকে সম্পূর্ণভাবে মেরামত করার করা হচ্ছে। মঙ্গলবার সকালের আগে পরিস্থিতি ঠিক হবে না। তবে কাঠের চুল্লিতে দাহ করা হচ্ছে দেহ।

আরও পড়ুন-পূর্বাভাস অনুযায়ী কলকাতায় শুরু বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

করোনা পরিস্থিতিতে মৃতের সংখ্যা বাড়ার ফলে বেশ কিছু অস্থায়ী বৈদ্যুতিক শ্মশান চালু করছে কলকাতা পুরসভা। ওই শ্মশানে ২ টি চুল্লি থাকবে। সেখানে শুধুমাত্র কোভিড-মৃতদেহই সৎকার করা হবে। জানা গিয়েছে, নতুন শ্মশানটি হবে দক্ষিণ কলকাতার ভাটচালায় ৮০ নম্বর ওয়ার্ডে। এছাড়াও ধাপায় আরও একজোড়া নতুন চুল্লিও তৈরি করছে পুরসভার স্বাস্থ্য দফতর।

Advt