Sunday, August 24, 2025

সাধারণত নতুন সরকার শপথ নিলে বণিককুল থেকে শুভেচ্ছা জানানোর রীতি আছে। কখনও বণিকসভা বিবৃতি দেয়। কখনও সাংবাদিকদের কাছে বিবৃতি দেন ব্যক্তিগতভাবে শিল্পপতিরা। কেউ কেউ কাগজে বিজ্ঞাপন দেন।

এবার দেখার মত বিষয়, সব বিষয়ে কথা বলা ছয় শিল্পপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে কোনো প্রকাশ্য বিবৃতি দেননি। দুএকজন আমলার মাধ্যমে তৈলমর্দন সেরেছেন। এমনকি সাংবাদিকরা ফোন করলেও শুভেচ্ছাবার্তায় রাজি হননি তাঁরা। এই কজন একসময়ে বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে ঘুরতেন। পরে মমতার বৃত্তে যান। শেষ কিছুকাল বিজেপির হয়ে সক্রিয় ছিলেন। এঁদের কেউ বিদ্যুৎশিল্পে, কেউ আবাসনে, কেউ খাদ্যপ্রক্রিয়াকরণ।

এদিকে যাঁরা শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন তাঁদের মধ্যে আছেন আইটিসি প্রধান, বন্ধন ব্যাঙ্কের চন্দ্রশেখর ঘোষ, এক্সাইড চেয়ারম্যান, সিঙ্গাপুর থেকে ইউ এস ই এলের প্রধান প্রসূন মুখোপাধ্যায় প্রমুখ। রাইস গোষ্ঠীর কর্ণধার সমিত রায় কাগজে পাতাজোড়া শুভেচ্ছাবিজ্ঞাপন দিয়েছেন। সঞ্জীবন হাসপাতাল টিভিতে বিজ্ঞাপন দিয়েছে।

আরও পড়ুন-যেদিন তিনি ২৬ বছর পূর্ণ করেন, সেদিনই প্রথম আত্মীয়দের মধ্যে পালিত হয় রবীন্দ্র- জন্মদিন

ভোটের কদিন আগে রাজ্যপালকে এনে অনুষ্ঠান করা জি আই এস গ্রুপ এখন মমতাপন্থী বার্তা দিতে ব্যস্ত। প্রধানমন্ত্রী মোদির সফরের সময় বাংলাদেশে মুজিবর রহমানকে নিয়ে বইপ্রকাশ করতে দেখা গেলেও টেকনো ইন্ডিয়ার অন্যতম প্রধান সত্যম রায়চৌধুরী এখন মমতা সরকারের উপরেই আস্থা রেখেছন। বলা হয়েছে ঢাকায় বই প্রকাশের সঙ্গে নরেন্দ্র মোদির সফরের সম্পর্ক নেই।

শেল্টার গ্রুপ কর্ণধার সমর নাগ মমতা সরকারকে পুরোপুরি শুভেচ্ছা জানিয়েছেন।

তবে চাঞ্চল্য আছে ছয় শিল্পপতিকে নিয়ে যাঁরা প্রকাশ্য শুভেচ্ছাতে এখনও রাজি নন। সূত্রের খবর, এঁদের একজনের বিরুদ্ধে ইডির তদন্ত চলছে। ইনি এক আমলাকে দিয়ে প্রণাম জানালেও প্রকাশ্যে মমতার পাশে আপাতত থাকবেন না। বাকিরাও কদিন এত বাড়াবাড়ি করেছেন যে এখন তাঁরা বিজেপির থেকে প্রকাশ্য দূরত্ব তৈরি করতে দ্বিধায় পড়েছেন। তবে এর মধ্যে দুকূল যাচ্ছে বিদ্যুৎশিল্পের এক কর্তার। বিজেপি চাইছে তাদের আরেক বড় বন্ধু গোষ্ঠী এই রাজ্যে বিদ্যুৎব্যবসায় ঢুকুক। আবার মমতাও জেনে গিয়েছেন এই লোকটি কীভাবে বিজেপিকে মদত দিয়েছে।

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...
Exit mobile version