Monday, November 10, 2025

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই ভুয়ো ভিডিওর চক্রান্ত ফাঁস করে দিল রাজ্য পুলিশ

Date:

মুখ্যমন্ত্রী শনিবারই বিধানসভায় দাঁড়িয়ে ফেক বা ভুয়ো ভিডিও নিয়ে অভিযোগ করেছিলেন। নাম না করে কাঠগড়ায় তুলেছিলেন বিজেপির আইটি সেলকে। তেমনই একটি ভুয়ো ভিডিও শুক্রবারই সামনে এলো। ভুয়ো ভিডিওর চক্রান্ত ফাঁস করল খোদ কলকাতা পুলিশ। দুটি ফেসবুক পোস্ট করে পুলিশ স্পষ্ট দেখিয়ে দিয়েছে চক্রান্ত কত গভীরে। একই ভিডিও এক সপ্তাহের ব্যবধানে দু’বার পোস্ট করা হয়েছে। উদ্দেশ্য ভোট পরবর্তী যে বিক্ষিপ্ত হিংসা চলছে সেই আগুনে ঘি ঢালা এবং রাজ্য সরকারের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা।

প্রথমবার ভিডিওটি পোস্ট করা হয় ২৭ এপ্রিল। ভিডিয়োটি পোস্ট করেন রহমত আলি হেলালি নামে এক ব্যক্তি। আলি নিজেকে বাংলাদেশের সিলেটের বাসিন্দা বলে জানিয়ে বলেছে ভিডিও ভোলার দৌলতখান এলাকার। তার দাবি, মুসলিম যুবকের সঙ্গে হিন্দু তরুণীর বিয়ে নিয়ে সেটি গণ্ডগোল সংক্রান্ত ভিডিও।

আরও পড়ুন- শপথ নিয়েই ‘অশোকদা’র বাড়িতে শঙ্কর, পাহারায় বিজেপি নেতারা

এরপর ৬ মে ওই ভিডিওটি পোস্ট করা হয় মাহি বৈষ্ণব নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে। এবার দাবি আরও মারাত্মক। পোস্টে দাবি করা হয়, দিনের আলোয় এক দল সমাজবিরোধী এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করেছে। সঙ্গে লেখা হয়, ‘বাংলায় আসলে মানুষ থাকে না, শয়তানের বাস। বাংলার মানুষ এই ঘটনায় খুশি। বলছেন, যা হয়েছে ঠিক হয়েছে।’ মাহি বৈষ্ণবের অ্যাকাউন্টটির পোস্টিং এরিয়া হিসাবে দেখা গিয়েছে রাজস্থানের ঝালওয়ার জেলা। এই অ্যাকাউন্ট আসলে কাদের তার খোঁজ চলছে। ফেসবুকে পোস্টটি ৩২৮ জন শেয়ার করেছেন।

নেটমাধ্যমে ভুয়ো খবর ছড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই শনিবারই সিআইডি জানায়, ভুয়ো খবর এবার জানতে পারলেই গ্রেফতার করা হবে অভিযুক্তদের। কোনও ব্যক্তির কাছে সূত্র থাকলে সরাসরি গোয়েন্দাদের তা জানাতেও বলা হয়। আর এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই নেট মাধ্যমে মিথ্যাচার, ভুয়ো ভিডিও পোস্টের খবর সামনে নিয়ে এলো রাজ্য পুলিশ। দেখার বিষয়, এর পিছনের আসল চক্রান্তকারীরা ধরা পড়ে কিনা!

আরও পড়ুন- কোভিড টেস্ট করাতে ‘দুয়ারে পুরসভা’, এক ফোনেই মিলবে পরিষেবা

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version