Tuesday, November 25, 2025

বক্সারের গঙ্গায় ভাসছে ৪০-৪৫ টি মৃতদেহ, উত্তরপ্রদেশের দিকে দায় ঠেলল বিহার

Date:

Share post:

দেশে করোনা পরিস্থিতি(Corona situation) ভয়াবহ আকার নিয়েছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে ক্রমাগতভাবে। কঠিন এই সময়ে একের পর এক মর্মান্তিক ছবি উঠে আসছে দেশের নানা প্রান্ত থেকে। সোমবার তেমনই এক মর্মান্তিক ছবি ধরা পড়ল বিহারের(Bihar) বক্সার জেলায়। এই জেলার মহাদেব গঙ্গার ঘাটে স্তূপাকারে জমা হয়েছে প্রায় ৪০ থেকে ৪৫ টি করোনা রোগীর মৃতদেহ(death body)। গঙ্গায় ভেসে থাকা মৃতদেহগুলিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভয়াবহ এই ঘটনার ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই বিহার প্রশাসনের দায় ঠেলেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) দিকে।

বিষয়টি নিয়ে স্থানীয় বিডিওর সঙ্গে সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলে বিডিও অশোক কুমার জানান, “৪০ থেকে ৪৫ টি মৃতদেহ নানান জায়গা থেকে ভেসে এসে এখানে জমা হয়েছে। যে মৃতদেহগুলি এখানে জমা হয়েছে সেই মৃতদেহ এখানকার কারো নয়। ইতিমধ্যেই প্রশাসনের তরফে একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে মৃতদেহগুলি জ্বালিয়ে দেওয়ার জন্য।” এরপর তিনি সরাসরি জানান, “এই মৃতদেহগুলি উত্তর প্রদেশ থেকে ভেসে এসেছে। এখন অন্য রাজ্য থেকে যদি মৃতদেহ ভেসে আসে এরাজ্যের প্রশাসন সে বিষয়ে কিছুই করতে পারে না। আমরা বড়জোর মৃতদেহগুলি পুড়িয়ে দিতেই পারি। আর সেটাই করছি।”

আরও পড়ুন:বাড়ির দোরগোড়ায় বিনামূল্যে অক্সিজেন কনসেন্ট্রটর পৌঁছে দেবে Ola

পাশাপাশি স্থানীয় এসডিও কেকে উপাধ্যায় বলেন, “যে মৃতদেহগুলি ভেসে এসেছে সেগুলি দেখলেই বোঝা যাবে দেহ গুলো ফুলে ফেঁপে ঢোল হয়েছে। অন্তত পাঁচ থেকে সাত দিন সেগুলি জলে ভেসে ছিল। মৃতদেহগুলি যে উত্তর প্রদেশ থেকে ভেসে এসেছে সে বিষয়ে আমরা নিশ্চিত। আমরা তদন্ত করছি এই মৃতদেহগুলি উত্তরপ্রদেশের কোন শহর থেকে ভেসে এসেছে।” তবে মৃতদেহ যেখান থেকেই আসুক না কেন প্রশ্ন উঠছে এতগুলি মৃতদেহ কোন জায়গা থেকে ভাসিয়ে দেওয়া হল আর সেখানকার প্রশাসনের নজরে পড়ল না এটা কিভাবে হতে পারে। পাশাপাশি করোনা সংক্রামিত এর মৃতদেহ এভাবে গঙ্গায় ভাসিয়ে দেওয়া কতখানি যুক্তিযুক্ত। গোটা ঘটনাকে কেন্দ্র করে বক্সার জেলার ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

Advt

spot_img

Related articles

সান্দাকফুতে ঘুরতে গিয়ে অঘটন, শ্বাসকষ্টের ফলে মৃত্যু যাদবপুরের পর্যটকের

পাহাড়ে ঘোরার স্বপ্নপূরণ নিমেষে পরিণত হল দুঃস্বপ্নে। সান্দাকফুতে বেড়াতে গিয়ে মৃত্যু হল যাদবপুরের (Jadavpur resident) মহিলার। জানা গিয়েছে...

ঘূর্ণিঝড়ের সম্ভাবনা মাঝেই রাজ্যে কমল উষ্ণতার পারদ 

দক্ষিণ আন্দামান সাগরে তৈরি গভীর নিম্নচাপের ঘূর্ণিঝড়ে (SENYAAR Cyclone) পরিণত হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল। তার...

এসআইআরের প্রতিবাদে আজ ঠাকুরনগরে পদযাত্রা-সভা মুখ্যমন্ত্রীর 

অপরিকল্পিতভাবে চালু করা নির্বাচন কমিশনের (ECI) স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) আতঙ্কে রাজ্যে বাড়ছে মৃত্যু, প্রতিবাদে সরব হচ্ছেন সাধারণ...

ইথিওপিয়ায় জেগে উঠল দশ হাজার বছরের ঘুমন্ত আগ্নেয়গিরি! ব্যাহত আরবগামী একাধিক উড়ান

বিরল ঐতিহাসিক ঘটনার সাক্ষী ইথিওপিয়া। প্রায় দশ হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা ‘হেলি গুব্বি’ আগ্নেয়গিরি জেগে উঠল হঠাৎ(Ethiopia...