Saturday, November 8, 2025

কয়লা-পাচার কাণ্ড: বিধাননগরে লালার বাড়ি বাজেয়াপ্ত করল সিবিআই

Date:

কয়লা পাচার কাণ্ডের(coal smuggling case) তদন্তে নেমে মূল অভিযুক্ত অনুপ মাঝি(Anup maji) ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া আগেই শুরু করে দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই(CBI)। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গা থেকে তার কয়েক শ’ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত(property seized) করা হয়েছে। লালার ওপর চাপ বাড়াতে সোমবার ফের তৎপর হল সিবিআই। বাজেয়াপ্ত করা হলো লালার বিধাননগরের বাড়িটিও।

গত ৬ মে বৃহস্পতিবার কয়লা পাচার মামলায় লালার সল্টলেক সিটি সেন্টারের একটি দোকান বাজেয়াপ্ত করা হয় সিবিআইয়ের তরফে। সেদিনই তাঁর সল্টলেকের বাড়িতেও একটি নোটিস ঝোলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানিয়ে দেওয়া হয় অবিলম্বে যেন এই বাড়িটি খালি করে দেন লালা। এরপরই সোমবার বিধাননগরের এসডিও বিধাননগর উত্তর থানার পুলিশকে সঙ্গে নিয়ে লালার সল্টলেকের এএ ব্লকের বাড়িতে যান এবং সিল করে দেন বাড়িটি।

আরও পড়ুন:দিল্লির করোনা হাসপাতালকে ১২ কোটি টাকা দিলেন অমিতাভ বচ্চন

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বলা হয়েছিল আদালতের রক্ষাকবচ পেলেও শর্ত অনুযায়ী তদন্তে সহযোগিতা করছেন না অভিযুক্ত লালা। এরপর সিবিআইয়ের আবেদনের ইতিতে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দেয় আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত। এরপর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান, এই ৪ জেলায় লালার প্রায় ২৬০টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সিবিআই। বাজারে যার মূল্য ৩০০ কোটি টাকারও বেশি বলে দাবি সিবিআইয়ের। বাজেয়াপ্ত করা এই সম্পত্তি বিক্রি করতে পারবেন না লালা। একইসঙ্গে অস্থাবর সম্পত্তির মিউটেশনও করতে পারবেন না তিনি।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version