Thursday, December 18, 2025

কয়লা-পাচার কাণ্ড: বিধাননগরে লালার বাড়ি বাজেয়াপ্ত করল সিবিআই

Date:

Share post:

কয়লা পাচার কাণ্ডের(coal smuggling case) তদন্তে নেমে মূল অভিযুক্ত অনুপ মাঝি(Anup maji) ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া আগেই শুরু করে দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই(CBI)। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গা থেকে তার কয়েক শ’ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত(property seized) করা হয়েছে। লালার ওপর চাপ বাড়াতে সোমবার ফের তৎপর হল সিবিআই। বাজেয়াপ্ত করা হলো লালার বিধাননগরের বাড়িটিও।

গত ৬ মে বৃহস্পতিবার কয়লা পাচার মামলায় লালার সল্টলেক সিটি সেন্টারের একটি দোকান বাজেয়াপ্ত করা হয় সিবিআইয়ের তরফে। সেদিনই তাঁর সল্টলেকের বাড়িতেও একটি নোটিস ঝোলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানিয়ে দেওয়া হয় অবিলম্বে যেন এই বাড়িটি খালি করে দেন লালা। এরপরই সোমবার বিধাননগরের এসডিও বিধাননগর উত্তর থানার পুলিশকে সঙ্গে নিয়ে লালার সল্টলেকের এএ ব্লকের বাড়িতে যান এবং সিল করে দেন বাড়িটি।

আরও পড়ুন:দিল্লির করোনা হাসপাতালকে ১২ কোটি টাকা দিলেন অমিতাভ বচ্চন

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বলা হয়েছিল আদালতের রক্ষাকবচ পেলেও শর্ত অনুযায়ী তদন্তে সহযোগিতা করছেন না অভিযুক্ত লালা। এরপর সিবিআইয়ের আবেদনের ইতিতে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দেয় আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত। এরপর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান, এই ৪ জেলায় লালার প্রায় ২৬০টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সিবিআই। বাজারে যার মূল্য ৩০০ কোটি টাকারও বেশি বলে দাবি সিবিআইয়ের। বাজেয়াপ্ত করা এই সম্পত্তি বিক্রি করতে পারবেন না লালা। একইসঙ্গে অস্থাবর সম্পত্তির মিউটেশনও করতে পারবেন না তিনি।

Advt

spot_img

Related articles

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...