পশ্চিমবঙ্গ বিধানসভার ( West Bengal assembly) নতুন ডেপুটি স্পিকার হচ্ছেন প্রবীণ তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। গতবার তিনি মন্ত্রী ছিলেন। এবার তাঁকে মন্ত্রিসভায় না এনে পরিষদীয় দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে আশিসবাবুই বিধানসভার অধিবেশন সামলাবেন। সোমবার মন্ত্রিসভার শপথগ্রহণের পর নবান্ন থেকে একাধিক পরিষদীয় পদের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গতবারের মতই এবারও সরকারপক্ষের মুখ্যসচেতকের দায়িত্ব পালন করবেন বিধায়ক নির্মল ঘোষ। তাঁর পদটি পূর্ণমন্ত্রীর সমমর্যাদার হবে। অন্যদিকে গতবার মন্ত্রী হলেও এবার মন্ত্রিসভায় নেই বিধায়ক তাপস রায়। তাঁকে বিধানসভার উপমুখ্যসচেতক করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, তাপস রায়ের পদটি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর সমতুল্য হবে। এছাড়া পার্থ ভৌমিককে প্রতিমন্ত্রীর সমতুল্য পরিষদীয় পদ দেওয়ার ঘোষণা করেন মমতা।