Sunday, May 4, 2025

‘অধিকারী-মিথ’ তছনছ করার পুরস্কার পেয়ে মন্ত্রীর আসনে অখিল গিরি

Date:

পূর্ব মেদিনীপুরের তথাকথিত ‘অধিকারী- গড়’ চূর্ণ করার লড়াইয়ের প্রধান সেনাপতির দায়িত্ব পালনে সফল হয়েছেন তিনি৷  আর তার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পেলেন রামনগরের ৪ বারের বিধায়ক অখিল গিরি (Akhil Giri)à§·
মন্ত্রী হওয়ার পরই অখিল গিরি নিশানা করেছেন  অধিকারী পরিবারের দিকেই৷  তিনি বলেছেন,  “বিজেপি-র (BJP) বিরুদ্ধে লড়াই তো ছিলোই, পাশাপাশি আমার লড়াই ছিল অধিকারী পরিবারের বিরুদ্ধেও৷ ওরা যে ভাবে দল পরিচালনা করছিলো, আমার লড়াইটা ছিলো তারই বিরুদ্ধে। আমরা খুশি, অধিকারীরা চলে যাওয়ার পরেও, আমরা জেলায় জায়গা ধরে রাখতে পেরেছি।’’
তৃণমূলের (TMC) গত দু’দফার মন্ত্রিসভায় পূর্ব মেদিনীপুর থেকে মন্ত্রী ছিলেন দু’জন, এখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) এবং জেলা তৃণমূলের বর্তমান জেলা সভাপতি সৌমেন মহাপাত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দফার মন্ত্রিসভায় পূর্ব মেদিনীপুর থেকে এবার  সৌমেন মহাপাত্রর সঙ্গে মন্ত্রী হলেন অখিল গিরিও৷
পূর্ব মেদিনীপুরের তৃণমূল রাজনীতিতে অধিকারী পরিবারের ‘তেজে’ এতদিন পিছনের সারিতে থাকতে হয়েছিলো রামনগরের বিধায়ক অখিল গিরিকে৷ একুশের ভোটে সেই অধিকারী’দের বোতলবন্দি করে এক ধাক্কায় রাজ্য রাজনীতির সামনের সারিতে চলে এসেছেন অখিল গিরি৷  প্রথমবার রাজ্য  মন্ত্রিসভার সদস্য হয়ে খুশি  অখিল গিরি৷ তিনি বলেছেন, ‘‘দীর্ঘদিন ধরেই রাজনৈতিক লড়াই চালাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় এই সংগ্রামের স্বীকৃতি অনেক আগেই আমাকে দিয়েছেন। এ বার একটা নতুন দায়িত্ব পেলাম।’’ আর নতুন দায়িত্ব পেয়েই আরও একবার অধিকারী পরিবারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অখিল বলছেন, ‘‘এ বার অন্য রাজনৈতিক দলের সঙ্গে যেমন লড়াই ছিল, তেমনই অধিকারীদের বিরুদ্ধেও আমার লড়াই ছিল। ওরা যে ভাবে দলকে পরিচালনা করছিলো, আমার লড়াইটা ছিল তারই বিরুদ্ধে। আমার ভাবতে ভাল লাগছে, অধিকারীরা চলে যাওয়ার পরেও, আমরা জায়গাটা অনেকটা ধরে রাখতে পেরেছি।’’ অখিল বলছেন, “এবার আমার প্রথম লড়াই হবে, যে আসনগুলি আমরা হারিয়েছি সেই সব জায়গায় ফিরে আসার।’’
অধিকারী পরিবারের ‘মিথ’ তছনছ করে এবং পূর্ব মেদিনীপুরে  ‘গেরুয়া ঝড়’ রুখে দেওয়ার পুরস্কার পেয়ে এখন মন্ত্রীর আসনে অখিল গিরি৷
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be

Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...
Exit mobile version