বৈশাখের শুরু থেকেই ভ্যাপসা গরমে অস্থির রাজ্যবাসী। বিক্ষিপ্ত ঝড়বৃষ্টিতে খানিকটা স্বস্তি মিললেও বৈশাখের দাবদাহ থেকে রেহাই নেই। তবে এরই মধ্যে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। গত কয়েকদিনের মতো সোমবারও বিকেল থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনার খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া।

আবহাওয়া দফতর সূত্রের খবর, কয়েক ঘণ্টার মধ্যে রাজ্যের সমুদ্র সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের জেরে খানিকটা হলেও তাপমাত্রা কমবে। মূলত দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা কমতে পারে কলকাতা ও তার বিস্তীর্ণ কিছু এলাকাতে।

প্রসঙ্গত, আর কিছুদিনের মধ্যেই রাজ্যে আস্তে চলেছে বর্ষা বলে জানিয়েছে মৌসম ভবন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ১ জুন মৌসুমী বায়ুর ঢুকতে শুরু করলেই বর্ষা আসবে কেরলে। তাঁর একসপ্তাহের মধ্যেই বৃষ্টির দেখা মিলবে এ রাজ্যেও।
