Sunday, August 24, 2025

গোয়ার হাসপাতালে ৪ ঘণ্টায় ২৬ করোনা রোগীর মৃত্যু, অক্সিজেনের অভাবই কারণ?

Date:

মাত্র চার ঘণ্টার মধ্যে ২৬ জন করোনা (corona) রোগীর মৃত্যু হয়েছে গোয়া (goa) মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনায় আতঙ্ক ও শোরগোল রাজ্যজুড়ে। অক্সিজেনের (oxygen) অভাবই এত অল্প সময়ে এতজন কোভিড আক্রান্তের মৃত্যুর কারণ বলে প্রাথমিকভাবে উঠে এসেছে। তবে এই মৃত্যুর পিছনে সঠিক কারণ অনুসন্ধানের জন্য হাইকোর্টের তত্ত্বাবধানে তদন্ত চেয়েছেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে। তিনি বলেন, রাত ২টো থেকে সকাল ৬টার মধ্যে ২৬ জনের মৃত্যু হয়। মৃত্যু একটি বাস্তবতা। তবে তার কারণটি স্পষ্ট নয়। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, অক্সিজেনের জোগান ও কোভিড ওয়ার্ডে তা সরবরাহের মধ্যে ব্যবধান বেশি হওয়ার জন্য রোগীদের কিছু সমস্যা তৈরি করতে পারে। যদিও একইসঙ্গে তাঁর সাফাই, রাজ্যে অক্সিজেন সরবরাহে ঘাটতি নেই।

দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই অক্সিজেনের ঘাটতি ও সময় থাকতে অক্সিজেন না পেয়ে তীব্র শ্বাসকষ্টে মারা যাচ্ছেন করোনা রোগীরা। অক্সিজেনের অভাবে মর্মান্তিক মৃত্যুর দৈনিক চিত্রগুলি আগাম প্রশাসনিক পরিকল্পনার অভাবকে বেআব্রু করে দিচ্ছে। দেশের বিভিন্ন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বারবার কাঠগড়ায় তোলা হচ্ছে মোদি সরকারের ভূমিকাকে। মঙ্গলবার গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্মন্তুদ ঘটনা প্রকাশ্যে আসার পর স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন, সোমবার পর্যন্ত গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অক্সিজেন সরবরাহে ঘাটতি ছিল। তিনি এই বিষয়ে উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়ে বলেন, হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহের বিষয়ে একটি শ্বেতপত্র প্রস্তুত করা উচিত।

আরও পড়ুন- শিলাবৃষ্টিতে কোটি কোটি টাকার ফসল নষ্ট মালদহে, মাথায় হাত চাষিদের

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version