Monday, November 17, 2025

ব্রিটেনে ৫০ লক্ষ কোভিশিল্ড রফতানির আবেদন খারিজ কেন্দ্রের, মোদি সরকারকে কটাক্ষ কংগ্রেসের

Date:

ব্রিটেনে ৫০ লক্ষ কোভিশিল্ড ভ্যাকসিন রফতানির আবেদন খারিজ করল কেন্দ্রীয় সরকার। দেশে ভ্যাকসিনের ঘাটতির কথা ভেবেই সেরাম ইনস্টিটিউটের এই আবেদন মঙ্গলবার খারিজ করে দিল কেন্দ্র। তবে এর আগে ৬ কোটি ৬০ লক্ষ টিকা বিদেশে পাঠানো হয়েছিল। এই নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছেন অভিষেক মনু সিংভি।

আরও পড়ুন-গোয়ার হাসপাতালে ৪ ঘণ্টায় ২৬ করোনা রোগীর মৃত্যু, অক্সিজেনের অভাবই কারণ?

পূর্ব নির্ধারিত চুক্তি অনুযায়ী ব্রিটেনকে ৫০ লক্ষ কোভিশিল্ড পাঠানোর কথা ছিল সেরাম ইনস্টিটিউটের তরফে। এই ভ্যাকসিন ব্রিটেনে পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে চিঠি দিয়ে অনুমতি চেয়েছিল সেরাম। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, দেশে টিকার ঘাটতির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে যদিও মোদি সরকারের এই সিদ্ধান্তকে কার্যত ‘দেরিতে ঘুম ভাঙা’ বলে কটাক্ষ করেছে কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি। তাঁর প্রশ্ন, এর আগে যখন ৬ কোটি ৬০ লক্ষের বেশি ভ্যাকসিন ৯৩টি দেশকে রফতানি করা হয়েছিল। তখন কেন্দ্রের এই ভাবানা কোথায় ছিল?

কংগ্রেস মুখপাত্র ট্যুইট করে লিখেছেন,‘প্রতিষেধক মৈত্রী’ প্রকল্পে যে ৯৩টি দেশে ভ্যাকসিন পাঠানো হয়েছিল তাদের ৬০ শতাংশেরই করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা ভারতের থেকে অনেক কম। মোদি সরকারের এই অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। জানতে চেয়েছে, ‘ভ্যাকসিন মৈত্রী হয়ে যাওয়ার পর এই অবস্থান কেন’! উল্লেখ্য, মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেশের টিকা বিদেশে পাঠানোয় কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version