Sunday, May 18, 2025

ফের শিরোনামে দেব, কোভিড-আক্রান্তের নিজের রেস্তোরাঁ থেকে বিনামূল্যে খাবার

Date:

ফের শিরোনামে দেব৷

এবার নিজের রেস্তোরাঁ থেকে করোনা (Corona) আক্রান্তদের বিনামূল্যে খাবার দিচ্ছেন তৃণমূলের এই তারকা- সাংসদ৷

এক টুইটে নিজের এই নতুন উদ্যোগের কথা জানিয়ে দেব (DEV) লিখেছেন, “আমাদের টিম ‘টলি টেলস’ ( ‘টলি টেলস’ দেবের রেস্তোরাঁর নাম) এবং সর্দারনি পরমজিৎ কউর মেডিক্যাল ট্রাস্ট যৌথভাবে করোনা আক্রান্তদের জন্য বিনামূল্যে খাবার (Free Lunch for Covid positive people ) দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা প্রথমদিন ৫০টি মিল বিতরণ করছি। আগামী দিনে চাহিদা অনুযায়ী এর পরিমাণ আরও বাড়ানো হবে। আপনারা প্রয়োজন হলে ‘টলি টেলস’-এর এই পরিষেবা নিতে পারেন।”

সোমবার থেকেই এই পরিষেবা চালু হয়েছে৷ দেব জানিয়েছেন, ‘টলি টেলস’-এর খাবার বিতরণের কেন্দ্র থেকে প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত কোভিড আক্রান্তদের জন্য লাঞ্চ নেওয়া যাবে। সঙ্গে রেস্তোরাঁর ঠিকানাও দেওয়া হয়েছে।

গত বছর অতিমারির সময়ে কোনও ঢাকঢোল না পিটিয়েই নিজের লোকসভা কেন্দ্র ঘাটালে করোনা আক্রান্তদের আত্মীয় পরিজনদের জন্য বিনা খরচে খাবারের ব্যবস্থা করেছিলেন দেব। অসংখ্য পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরার বন্দোবস্ত করেছিলেন ৷ এবারের ভোট প্রচারেও মঞ্চে উঠে প্রথমেই সকলকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। বলেছেন, “আগে মানুষের জীবন তারপর ভোট”৷ এ ছাড়াও সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে ধারাবাহিকভাবে মানুষকে সতর্ক করে গিয়েছেন।

আরও পড়ুন:শহরজুড়ে মুষলধারে বৃষ্টি, ভিজল বঙ্গের একাধিক জেলা

 

Related articles

পারিবারিক বিবাদের জেরে উস্তিতে যুবক খুন, এক মহিলা-সহ আটক ৫

দক্ষিণ ২৪ পরগনার উস্তি (Usti, South 24 Parganas) থানার অন্তর্গত উত্তরকুসুম গ্রাম পঞ্চায়েতের হালদার হাট এলাকায় জমিজমা দিয়ে...

বৃষ্টিতে ছিটকে গেল কেকেআর, এক বল না খেলেও প্লেঅফের শীর্ষে বেঙ্গালুরু

প্রত্যাশা মতোই কোহলির জয়ধ্বনি দিতে শনিবার সন্ধ্যায় সাদা জার্সিতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির ছিলেন 'বিরাট' (Virat Kohli) ভক্তরা।...

মহাকাশের স্যাটেলাইট স্থাপনে ব্যর্থ ISRO, উৎক্ষেপনের পরেই বাতিল অভিযান!

রবিবার সকালে ভারতীয় মহাকাশ গবেষণায় (ISRO) নতুন পালক জুড়ে যাওয়ার কথা ছিল। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) স্থাপনের...

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...
Exit mobile version