দিনে দুপুরে খাস কলকাতার মনিকতলা ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও চারটি বাইককে। মানিকতলা (Maniktala) ব্রিজ থেকে নামার সময় বাগুইআটি-বিবাদী বাগ রুটের একটি মিনিবাস (Minibus) ধাক্কা মারে চারটি বাইক এবং একটি গাড়িকে (Car)। ঘটনায় তীব্র উত্তেজনায় ছড়ায় এলাকায়। আঘাত গুরুতর না হওয়ায় আহতদের প্রাথমিক তদন্তের পরে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, ব্রিজ থেকে নামার পরই ওভারটেক করে মিনিবাসটি (Minibus) যাওয়ার চেষ্টা করে। সেই সময় চারটি বাইকে ধাক্কা মারে। এরপর রাস্তার পাশে থাকা একটি গাড়িতেও ধাক্কা মারে। বাসের ধাক্কায় গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাসের মধ্যে থাকা যাত্রীরাও আটকে পড়েন। কারণ দুর্ঘটনায় বাসের দরজা বন্ধ হয়ে যায়। কোনও যাত্রী বাস থেকে নামতে পারছিলেন না।
এই ঘটনায় আতঙ্ক ছড়ায় বাসে থাকা যাত্রীদের মধ্যে। বাইক আরোহীরাও আহত হন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
আহতদের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক তদন্তের পরে ছেড়ে দেওয়া হয়েছে।
–
–
–
–
–
–