Tuesday, August 12, 2025

বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে আমেরিকা। ঊর্ধ্বমুখী করোনা সংক্রমিতের গ্রাফ। আক্রান্ত হচ্ছে ১১ থেকে ১৭ বছর বয়সীরাও। এবার ১২ থেকে ১৫ বছর বয়সীদের দেওয়া যাবে ফাইজার-বায়োএনটেকের তৈরি নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন। সোমবার এমনটাই জানিয়েছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। এই সিদ্ধান্ত নেওয়ার আগে ১২ থেকে ১৫ বছর বয়সীদের মধ্যে ফাইজার-বায়োএনটেকের কোভিড টিকার ট্রায়াল চলেছিল। তা সফল হতেই এই সিদ্ধান্ত।

FDA-র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এর আগে জরুরি-ভিত্তিতে ব্যবহারের জন্য ১৬ বছরের বেশি বয়সীদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছিল ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এ বার আমেরিকায় ১২ থেকে ১৫ বছর বয়সীদের দেওয়া হবে এই ফাইজারের এই ভ্যাকসিন। এফডিএ-র সেন্টার ফর বায়োলজিক্স ইভ্যালুয়েশন অ্যান্ড রিসার্চের ডিরেক্টর পিটার মার্কস জানিয়েছেন, ‘‘১২ থেকে ১৫ বছর বয়সীদের টিকা দেওয়ার অনুমোদন গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

আরও পড়ুন-‘সুশীল কুমারের জন‍্য ভারতের কুস্তির মুখ পুড়ছে’, বললেন কুস্তি ফেডারেশনের সহ-সচিব

গতবছর ১৪ ডিসেম্বর মার্কিন মুলুকে শুরু হয় করোনাভাইরাসের গণ টিকাকরণ। ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকার ব্যবহার শুরু হয় তখনই। সেখানে প্রথম করোনা ভ্যাকসিন নেয় নিউ ইয়র্কের এক নার্স। এফডিএ জানিয়েছে, ২০২০-র ১ মার্চ থেকে ২০২১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত আমেরিকায় ১১ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে প্রায় ১৫ লক্ষ করোনায় আক্রান্ত হয়েছে।

Related articles

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...

বারবার মিছিল-মিটিংয়ের অনুমতি চেয়ে মামলায় বিরক্ত বিচারপতি! শুভেন্দুর সভার অনুমতি দিল না হাইকোর্ট

পুলিশ কোনও সভা বা মিছিল করার অনুমতি না দিলেই বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ...

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...
Exit mobile version