Monday, November 10, 2025

ট্রেন বন্ধ, বাস,মেট্রোয় যাত্রী অর্ধেক, মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে পরীক্ষার্থী, অভিভাবকরা

Date:

মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী রাজ্যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik 2021) বাকি আর ২০ দিন৷ ভয়ঙ্কর করোনা- আবহে পর্ষদের (WBBSE) সূচি মেনে মাধ্যমিক পরীক্ষা শুরু করা আদৌও সম্ভব ?
এই প্রশ্নই এখন বড় ভাবে দেখা দিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে৷ ক্রমশ বাড়ছে উৎকণ্ঠাও। এ বিষয়ে এখনও মধ্যশিক্ষা পর্ষদের তরফে  স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি। ওদিকে, সদ্য দায়িত্ব নেওয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ‘এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে’।
করোনা এবং বিধানসভা ভোটের কারনে পিছিয়ে যাওয়া মাধ্যমিক আগামী  ১ জুন থেকে  শুরু হওয়ার কথা। নির্ঘন্ট অনুসারে বাকি মাত্র ২০ দিন৷  কিন্তু  রাজ্যে করোনার প্রকোপ যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে আদৌও ঘোষিত সময়ে পরীক্ষা হবে কিনা, তা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে৷  ওদিকে CBSE ও ICSE-র  দশমের বোর্ড পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে।
এই অনিশ্চিত পরিস্থিতিতে পরীক্ষার্থী এবং অভিভাবকরা বলছেন, পরীক্ষা ঠিক সময়ে হবে কি’না বোঝা যাচ্ছে না৷ উৎকণ্ঠা বাড়ছে৷ পড়াশোনায় কার্যত মন বসাতে পারছেনা পড়ুয়ারা৷  পরীক্ষা আদৌও হবে কিনা, তা এখনই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া উচিত। হাতে আর সময় নেই৷ প্রায় সব অভিভাবকই বলছেন,   করোনা আবহেই যদি পরীক্ষা হয়, তাহলে পড়ুয়াদের সুরক্ষার দায়িত্ব পর্ষদকেই নিতে হবে৷    রাজ্যে বন্ধ হয়ে গিয়েছে লোকাল ট্রেন। বাস, মেট্রোর মতো গণপরিবহনে যাত্রী সংখ্যা ৫০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পড়ুয়া এবং অভিভাবকদের প্রশ্ন, যদি পরীক্ষা হয়, তাহলে পরীক্ষাকেন্দ্রে কীভাবে পৌঁছানো হবে, তাও ঠিক করতে হবে প্রশাসনকে৷  দ্রুত মাধ্যমিকের ভবিষ্যৎ স্পষ্ট করার অনুরোধ জানানো হয়েছে।
গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মাধ্যমিক নিয়ে
আলোচনা করে যত দ্রুত সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।  শিক্ষামন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে এখন বাড়িতে আইসোলেশনে আছেন।
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be

Related articles

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...
Exit mobile version