Wednesday, November 5, 2025

ট্রেন বন্ধ, বাস,মেট্রোয় যাত্রী অর্ধেক, মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে পরীক্ষার্থী, অভিভাবকরা

Date:

মধ্যশিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী রাজ্যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik 2021) বাকি আর ২০ দিন৷ ভয়ঙ্কর করোনা- আবহে পর্ষদের (WBBSE) সূচি মেনে মাধ্যমিক পরীক্ষা শুরু করা আদৌও সম্ভব ?
এই প্রশ্নই এখন বড় ভাবে দেখা দিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে৷ ক্রমশ বাড়ছে উৎকণ্ঠাও। এ বিষয়ে এখনও মধ্যশিক্ষা পর্ষদের তরফে  স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি। ওদিকে, সদ্য দায়িত্ব নেওয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ‘এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে’।
করোনা এবং বিধানসভা ভোটের কারনে পিছিয়ে যাওয়া মাধ্যমিক আগামী  ১ জুন থেকে  শুরু হওয়ার কথা। নির্ঘন্ট অনুসারে বাকি মাত্র ২০ দিন৷  কিন্তু  রাজ্যে করোনার প্রকোপ যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে আদৌও ঘোষিত সময়ে পরীক্ষা হবে কিনা, তা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে৷  ওদিকে CBSE ও ICSE-র  দশমের বোর্ড পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে।
এই অনিশ্চিত পরিস্থিতিতে পরীক্ষার্থী এবং অভিভাবকরা বলছেন, পরীক্ষা ঠিক সময়ে হবে কি’না বোঝা যাচ্ছে না৷ উৎকণ্ঠা বাড়ছে৷ পড়াশোনায় কার্যত মন বসাতে পারছেনা পড়ুয়ারা৷  পরীক্ষা আদৌও হবে কিনা, তা এখনই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া উচিত। হাতে আর সময় নেই৷ প্রায় সব অভিভাবকই বলছেন,   করোনা আবহেই যদি পরীক্ষা হয়, তাহলে পড়ুয়াদের সুরক্ষার দায়িত্ব পর্ষদকেই নিতে হবে৷    রাজ্যে বন্ধ হয়ে গিয়েছে লোকাল ট্রেন। বাস, মেট্রোর মতো গণপরিবহনে যাত্রী সংখ্যা ৫০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পড়ুয়া এবং অভিভাবকদের প্রশ্ন, যদি পরীক্ষা হয়, তাহলে পরীক্ষাকেন্দ্রে কীভাবে পৌঁছানো হবে, তাও ঠিক করতে হবে প্রশাসনকে৷  দ্রুত মাধ্যমিকের ভবিষ্যৎ স্পষ্ট করার অনুরোধ জানানো হয়েছে।
গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মাধ্যমিক নিয়ে
আলোচনা করে যত দ্রুত সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।  শিক্ষামন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে এখন বাড়িতে আইসোলেশনে আছেন।
https://www.youtube.com/watch?v=-LcyBvNfc08&feature=youtu.be

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version