Friday, August 22, 2025

আম হওয়া হল না, মুকুল ঝরিয়ে দিল বিজেপি

Date:

Share post:

Mukul roy বলতে বাধ্য হলেন তাঁর বয়স হয়েছে। তাই বিরোধী দলনেতার পদ নেবেন না। বস্তুত মুকুলকে দিয়ে এটা বলিয়েই তাঁকে সরালো বিজেপি।
সূত্রের খবর, বয়স ও সিনিয়রিটিতে তিনিই হতে চেয়েছিলেন বিরোধী দলনেতা। তাঁকে বাতিল করা হল কৌশলে। মান বাঁচাতে তিনি নিজেই বয়সের কথা বললেন।

এর ফল সুদূরপ্রসারী। বয়সের জন্য এটা না নিলে তিনি তো আর কিছুই নিতে পারবেন না।
কদিন আগেও তাঁর চামচামহলে শোনা যেত মুকুল চাণক্য। এই বুঝি তিনি রাজ্যসভায় গেলেন। এই বুঝি তাঁকে কেন্দ্রে মন্ত্রী করলেন মোদি-অমিত শাহ। এইসব ঘোরানো হত হাওয়ায়। বাস্তবে গ্যাস বেলুন ফুস। মুকুল দেখিলেন তাঁহাকে বিরোধী দলনেতার উপযুক্তও মনে করিলেন না বিজেপির কুলপিতারা !

আরও পড়ুন-শুভেন্দু-মুকুল বিজেপি বেঞ্চে, বিধানসভায় সারদা-নারদ তাহলে তুলবে কে?

তিনি নাকি সর্বভারতীয় সহসভাপতি।
সর্বভারত তো পরের কথা, তিনি রাজ্যেরও না। তিনি কৃষ্ণনগর মন্ডলের সহসভাপতি। ভোটে নিজের আসন ছাড়া গর্ত থেকে বেরোননি। তিনি নাকি সর্বভারতীয়।
আর কৃষ্ণনগর? লোকসভার হিসেবে ওখানে বিজেপির ৫৩,০০০ লিড ছিল। তারপর তৃণমূলের গৌরী দত্তদের বিজেপি যোগদানের পর মুকুলবাহিনী বলছিল ৭৫,০০০ ভোটে জিতবে। তার বদলে ব্যবধান অনেক কমিয়ে তাঁকে হারার মুখে নিয়ে গেছিল অল্পবয়সী নতুন প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। আর সাতদিন সময় পেলে কৌশানী হারিয়ে দিতেন মুকুলকে।

প্রশ্ন হল, এখন বিজেপিতে মুকুলের দমবন্ধ হচ্ছে না? অসম্মান হচ্ছে না? তৃণমূলে থাকতে একসময় যে শুভেন্দুর বিরোধিতা করে এসেছেন মুকুল, তাঁর অধীনে সামান্য বিধায়ক হয়ে থাকতে লজ্জা করবে না?

আসলে এই বৈশাখে তো সব মুকুল আম হবে না। এই মুকুলকে বয়সজনিত ছুতোয় ঝরিয়ে দিল বিজেপি। যে দল ৯০ বছর বয়সী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে দলে টেনে প্রার্থী করে, সেখানে ৬৬র মুকুলকে দিয়ে বলানো হল বয়সের কারণে পদ নেব না, এতো পুরো কমেডি সিনেমা।

অবশ্য হজম না করে কীই বা করবেন মুকুল? সিবিআই, ইডির বকলস তো বড় কম কথা নয়। খাতা যে খোলাই আছে।

Advt

spot_img

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...