Monday, August 25, 2025

দ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে বিভ্রান্তি দূর করতে উদ্যোগী হল নবান্ন

Date:

যারা ইতিমধ্যেই ভ্যাকসিনের প্রথম ডোজ (first dose of vaccine ) নিয়ে ফেলেছেন তারা মহা সমস্যায় পড়েছেন। দ্বিতীয় ডোজ় কোথা থেকে কীভাবে নেবেন, তা নিয়ে রীতিমতো বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই জনমানসের বিভ্রান্তি দূর করতে উদ্যোগী হল নবান্ন (Nabanna)। বিজ্ঞপ্তি প্রকাশ করে ভ্যাক্সিনেশন সেন্টারের(list of vaccination centres) তালিকা জানিয়ে দেওয়া হল।

বলা হয়েছে, বেসরকারি হাসপাতাল থেকে যাঁরা ইতিমধ্যেই কোভিড ভ্যাক্সিনের (COVID Vaccine) প্রথম ডোজ় নিয়ে নিয়েছেন, তাঁরা সরকারি কেন্দ্র থেকে নিঃখরচায় টিকার দ্বিতীয় ডোজ় নিতে পারবেন। তবে আপাতত এই ব্যবস্থা চালু হচ্ছে কলকাতা, বিধাননগর, নিউটাউনে। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি হাসপাতালে গিয়ে টিকা নেওয়া যাবে। সরকারের এগিয়ে বাংলা ওয়েবসাইটেও মিলবে এ সংক্রান্ত যাবতীয় তথ্য। তালিকা মিলিয়ে দেওয়া হবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ়। তবে কিছু নিয়মাবলী আছে দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে। দ্বিতীয় ডোজ় নেওয়ার সময়ে গ্রাহককে সঙ্গে করে অবশ্যই নিয়ে যেতে হবে যে কোনও একটি পরিচয়পত্র এবং প্রথম ডোজ়ের নথি। যাঁরা বেসরকারি হাসপাতালে প্রথম ডোজ় নিয়েছিলেন, তাঁদের জন্য দ্বিতীয় ডোজ়ের ব্যবস্থা করছে রাজ্য সরকার।

এদিকে, সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও অক্সিজেন সংকট শুরু হয়ে গিয়েছে। এবার তাই সরকারি-বেসরকারি হাসপাতালগুলিতে অক্সিজেনের ব্যবহার নিয়ে কড়াকড়ি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। কোনওভাবেই যাতে অক্সিজেনের অপচয় না হয়, তা দেখতে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। অক্সিজেন দেওয়ার পর মাত্রা ৯২-৯৬ শতাংশ স্থিতিশীল থাকলে, আর অক্সিজেনের মাত্রা বাড়ানো নিষ্প্রয়োজন। কখন কত মাত্রায় অক্সিজেন দেওয়া হয়েছে, তা কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে তোলা বাধ্যতামূলক করা হচ্ছে। অক্সিজেনের অপচয় হচ্ছে কী না, তা দেখতে হয়েছে কড়া নজরদারির ব্যবস্থা।

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...
Exit mobile version