Sunday, November 9, 2025

দ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে বিভ্রান্তি দূর করতে উদ্যোগী হল নবান্ন

Date:

যারা ইতিমধ্যেই ভ্যাকসিনের প্রথম ডোজ (first dose of vaccine ) নিয়ে ফেলেছেন তারা মহা সমস্যায় পড়েছেন। দ্বিতীয় ডোজ় কোথা থেকে কীভাবে নেবেন, তা নিয়ে রীতিমতো বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই জনমানসের বিভ্রান্তি দূর করতে উদ্যোগী হল নবান্ন (Nabanna)। বিজ্ঞপ্তি প্রকাশ করে ভ্যাক্সিনেশন সেন্টারের(list of vaccination centres) তালিকা জানিয়ে দেওয়া হল।

বলা হয়েছে, বেসরকারি হাসপাতাল থেকে যাঁরা ইতিমধ্যেই কোভিড ভ্যাক্সিনের (COVID Vaccine) প্রথম ডোজ় নিয়ে নিয়েছেন, তাঁরা সরকারি কেন্দ্র থেকে নিঃখরচায় টিকার দ্বিতীয় ডোজ় নিতে পারবেন। তবে আপাতত এই ব্যবস্থা চালু হচ্ছে কলকাতা, বিধাননগর, নিউটাউনে। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র ও সরকারি হাসপাতালে গিয়ে টিকা নেওয়া যাবে। সরকারের এগিয়ে বাংলা ওয়েবসাইটেও মিলবে এ সংক্রান্ত যাবতীয় তথ্য। তালিকা মিলিয়ে দেওয়া হবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ়। তবে কিছু নিয়মাবলী আছে দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে। দ্বিতীয় ডোজ় নেওয়ার সময়ে গ্রাহককে সঙ্গে করে অবশ্যই নিয়ে যেতে হবে যে কোনও একটি পরিচয়পত্র এবং প্রথম ডোজ়ের নথি। যাঁরা বেসরকারি হাসপাতালে প্রথম ডোজ় নিয়েছিলেন, তাঁদের জন্য দ্বিতীয় ডোজ়ের ব্যবস্থা করছে রাজ্য সরকার।

এদিকে, সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও অক্সিজেন সংকট শুরু হয়ে গিয়েছে। এবার তাই সরকারি-বেসরকারি হাসপাতালগুলিতে অক্সিজেনের ব্যবহার নিয়ে কড়াকড়ি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। কোনওভাবেই যাতে অক্সিজেনের অপচয় না হয়, তা দেখতে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। অক্সিজেন দেওয়ার পর মাত্রা ৯২-৯৬ শতাংশ স্থিতিশীল থাকলে, আর অক্সিজেনের মাত্রা বাড়ানো নিষ্প্রয়োজন। কখন কত মাত্রায় অক্সিজেন দেওয়া হয়েছে, তা কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে তোলা বাধ্যতামূলক করা হচ্ছে। অক্সিজেনের অপচয় হচ্ছে কী না, তা দেখতে হয়েছে কড়া নজরদারির ব্যবস্থা।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version