Thursday, May 15, 2025

চুক্তিপত্রে সই না হওয়ায় ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রী সিমেন্ট কর্ণধার বাঙুরের

Date:

এবার ইস্টবেঙ্গল( east bengal) ক্লাব নিয়ে মুখ খুললেন শ্রী সিমেন্ট( sree ciment) কর্ণধার হরিমোহন বাঙুর( harimohan bangur)। মূল চুক্তিপত্রে সই না হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। ‘ইস্টবেঙ্গল ক্লাব( east bengal) এখন আমার নয়। তাই এই ক্লাবের ভবিষ্যৎ নিয়ে কিছু বলার অধিকার আমার নেই।’ একটি সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন হরিমোহন বাঙুর। শুরু থেকেই ইস্টবেঙ্গলের সঙ্গে ইনভেস্টর কোম্পানির যুদ্ধ লেগেই চলেছে চুক্তিপত্রের সই করা বিষয় নিয়ে। এইবার এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হরিমোহন বাঙুর।

২০২০-২০২১ আইএসএলে শ্রী সিমেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধে আইএসএল অভিযান শুরু করে লাল-হলুদ শিবির। কিন্তু শুরু থেকেই চুক্তিপত্রে সই করা নিয়ে শ্রী সিমেন্টের সঙ্গে ঝামেলা বেধেঁ যায় লাল-হলুদ কর্তাদের মধ‍্যে। মুরশুম শেষ হয়ে গেলেও, মূল চুক্তিপত্রে সই না হওয়া নিয়ে কার্যত বিরক্ত হরিমোহন বাঙুর। এদিন এক সংবাদমাধ্যমকে হরিমোহন বাঙুর বলেন, ক্লাবতো এখনও পর্যন্ত মূল চুক্তিপত্রে সই করেনি। তাই ক্লাব এখন আমার দায়িত্ব নয়। ইস্টবেঙ্গল ক্লাব এখনও পযর্ন্ত আমাদের নয়। ”

যেখানে অন‍্যান  ক্লাব ২০২১-২০২২ আইএসএলের জন‍‍্য দল গোছাতে শুরু করে দিয়েছে। সেখানে এখনও  ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ইনভেস্টার কোম্পানির চুক্তিপত্রে সই নিয়ে ঝামালে চরমে। এক্ষেত্রে সমর্থকদের কোনরকম ভরসা দিতে নারাজ হরিমোহন বাঙুর। তিনি বলেন,” সমর্থকদের কোনরকম আশা দেওয়ার জায়গায় এই মুহূর্তে  আমরা নেই।”

ঝামেলার সূত্রপাত, চুক্তিপত্রে এমন কিছু শর্ত আছে যা পছন্দ না ক্লাব কর্তাদের। শ্রী সিমেন্টে পক্ষ থেকে চুক্তিপত্রে কিছু শর্ত রয়েছে যা মানতে নারাজ ইস্টবেঙ্গল কর্তারা। সেই চুক্তিপত্রে পরিবর্তন আনতে চান লাল-হলুদ কর্তারা। সেই সব শর্ত না মানা হলে চুরান্ত চুক্তিপত্রে সই হবে না বলেই জানিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। তবে শ্রী সিমেন্টকে  ইতিমধ্যেই আলোচনায় বসার জন‍্য চিঠি দিয়েছে লাল-কর্তারা। এখন দেখার সেই আলোচনা সভায় সমাধান সূত্র বেরোয় নাকি, সেই ঝামেলায় আরও জট বাঁধে।

আরও পড়ুন:ইপিএল চ‍্যাম্পিয়ন ম‍্যাঞ্চেস্টার সিটি

Related articles

হাসপাতালে ভর্তি প্রভাত রায়, পরিচালকের সংক্রমণ নিয়ে বাড়ছে আশঙ্কা

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু...

সংঘাত নয়, সুসংহত আন্দোলনেই হবে টেকনিশিয়ানদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়, বার্তা স্বরূপের

বঞ্চনার প্রতিবাদে প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে এবার সর্বভারতীয় স্তরে একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো...

সুপ্রিম কোর্টকে ১৪ প্রশ্ন রাষ্ট্রপতির, সংবিধান সংকটে কঠিন পরীক্ষার মুখে প্রধান বিচারপতি

রাষ্ট্রপতির ১৪টি প্রশ্নে দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই শপথ...

বিধায়ক তাপস সাহার প্রয়াণে মর্মাহত মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ অভিষেকেরও

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...
Exit mobile version