Friday, August 22, 2025

‘অসত্য প্রচার চালিয়ে মানুষের সঙ্গে বেইমানি করছেন মোদি’, কড়া আক্রমণে রাহুল গান্ধী, প্রশান্ত কিশোর

Date:

“ইতিবাচক থাকার নাটক করে টানা মিথ্যা প্রচার করে চলেছে নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার৷ কারও মাথা বালিতে গুঁজে দেওয়ার অর্থ ইতিবাচক থাকা নয়, দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন মোদি৷”

ঠিক এই ভাষায় আলাদাভাবে কেন্দ্রীয় সরকারকে চড়া সুরে আক্রমণ করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রশান্ত কিশোর (Prasant Kishore)৷

দেশে ভয়াবহ চেহারা নিয়েছে করোনা৷ ওদিকে অক্সিজেন নেই, হাসপাতালে বেড, ওষুধ, অক্সিজেন না পেয়ে মারা যাচ্ছেন রোগীরা৷ নদীতে ভাসছে শব৷ দেশের পরিস্থিতি যখন এমন, ঠিক তখনই দেশে এবং দেশের বাইরে নিজেদের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে মাঠে নেমেছেন মোদি সরকার৷ দেশের বাস্তব পরিস্থিতির থেকে নজর ঘুরিয়ে দেওয়ার যে চেষ্টায় নেমেছেন নরেন্দ্র মোদি৷ আলাদাভাবে এই সুরেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং ভোট কুশলী প্রশান্ত কিশোর৷

রাহুল গান্ধী বুধবার ট্যুইটারে লিখেছেন, “যে সমস্ত পরিবার নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, অক্সিজেন, হাসপাতাল, ওষুধের অভাবে হয়রান হচ্ছেন, কেন্দ্রের ইতিবাচক থাকার মিথ্যে আশ্বাসগুলি তাঁদের প্রতি পরিহাস মাত্র৷ কারও মাথা বালিতে গুঁজে দেওয়াটা ইতিবাচক থাকা নয়, এটা আমাদের নাগরিকদের প্রতি বিশ্বাসঘাতকতা৷”

পাশাপাশি ভোট কুশলী তথা মোদি সরকারের তীব্র সমালোচক প্রশান্ত কিশোর ট্যুইটে লিখেছেন, ” ইতিবাচক থাকার নামে সরকারের সমর্থনে এই ধরনের প্রচার বিরক্তিকর৷ তিনি লিখেছেন, “চারপাশে যখন এমন বিপর্যয় নেমে আসছে, গোটা দেশ শোকে মূহ্যমান, তখন ইতিবাচক থাকার নামে মিথ্যাচার এবং আত্মপ্রচার চালিয়ে যাওয়ার যে চেষ্টা কেন্দ্র চালাচ্ছে, তা বিরক্তিকর৷’

ভারতে সংক্রমণ সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরম ব্যর্থতা, এই মুহুর্তে শুধুই দেশের মধ্যে নয়, বিদেশেও সমালোচনার মুখে পড়েছে৷ ছিঃ ছিঃ করছে গোটা দুনিয়া৷ সূত্রের খবর, গোটা দেশে করোনা মোকাবিলায় মোদির ব্যর্থতার যে সমালোচনা চলছে , তার পাল্টা হিসাবে মোদি সরকার বিভ্রান্তিকর প্রচারের কৌশল নিয়েছে৷ এই কাজে হাত মিলিয়েছে কেন্দ্রীয় সরকার, বিজেপি এবং আরএসএস৷ একের পর এক মিথ্যা প্রচার করে নিজেদের ব্যর্থতা ঢাকতে মরিয়া হয়ে পথে নেমেছেন মোদি-বাহিনী৷ NDTV-র খবর, গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার আধিকারিকদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছিলেন৷ সেখানে কীভাবে সরকারের ইতিবাচক কাজকর্মের প্রচার আরও বেশি করে ছড়িয়ে দিতে হবে, সেই সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়েছে৷ এর পাশাপাশি, মোদির সবুজ সংকেতে সংবাদমাধ্যমে সরকারের ইতিবাচক কাজের প্রতিবেদন ট্যুইট করতেও বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরকে৷ এ ধরনের অসত্য প্রচারের প্রতিবাদেই রাহুল এবং পিকে নামলেন কেন্দ্রের সমালোচনায়৷ তাঁদের প্রতিবাদের মূল কথা, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-র এই মিথ্যা প্রচার ক্রমশ অসহ্য হয়ে উঠেছে৷

আরও পড়ুন- ভালো আছি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে নিজের মৃত্যুর খবর নস্যাৎ করলেন মুকেশ খান্না

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version