Tuesday, December 16, 2025

অক্সিজেনের সমস্যা মেটাতে কম দামের অক্সিজেন কনসেনট্রেটর বানিয়ে তাক লাগালেন NIT দুর্গাপুরের অধ্যাপক

Date:

দেশজুড়ে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে হাসপাতালে বাড়ছে বেডের আকাল। জোগান নেই পর্যাপ্ত অক্সিজেনের। এই করোনা সংকটকালে করোনা আক্রান্তদের ভরসা অক্সিজেন কনসেনট্রেটর। এবারে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একেবারে কম দামের পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটর বানিয়ে তাক লাগিয়ে দিলেন দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শিবেন্দু শেখর রায়।

আরও পড়ুন-করোনার জের, পিছিয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক, ইঙ্গিত সংসদের

অধ্য়াপক শিবেন্দু শেখর রায় জানাচ্ছেন, পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটরটির নাম দেওয়া হয়েছে প্রাণায়াম। তাঁর দাবি, এই কনসেনট্রেটরটি খুব সহজেই বাড়িতে ব্যবহার করা যাবে। অধ্যাপক জানিয়েছেন, ৩-৫ মিনিটের মধ্যেই ৯২ থেকে ৯৪ শতাংশ অক্সিজেন সরবরাহ করতে পারে এই মেশিন। চিকিৎসকের পরামর্শে রোগীর প্রয়োজন মত মেশিনের রেগুলেটর ঘুরিয়ে লিটার প্রতি মিনিট করে দিলেই হবে। বিদ্যুৎ না থাকলেও এটি ব্যাটারির সাহায্যে চালানো যাবে। যদিও এই মেশিনটি বিদ্যুৎ চালিত। যাদের পক্ষে এই মেশিন কেনা সম্ভব নয় তারা ঘণ্টা হিসাবে ভাড়া নিয়েও ব্যবহার করতে পারেন।

শিবেন্দু জানিয়েছেন, এই মেশিনের দাম হবে ৩০ হাজার টাকা। ইতিমধ্যেই মুম্বই ও বেঙ্গালুরু-সহ আরও কয়েকটি জায়গা থেকে একাধিক সংস্থা এই অক্সিজেন কনসেনট্রেটরের প্রযুক্তি নেওয়ার জন্য যোগাযোগ করছে তাঁর সঙ্গে। ইতিমধ্যেই হাওড়া জেলার সঞ্জীবনী হাসপাতাল-এ এই মেশিন ব্যবহার করা শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অধ্যাপক জানিয়েছেন, গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময় যখন অক্সিজেন সংকট দেখা দিয়েছিল সেই সময় এই পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করার কথা ভাবেন শিবেন্দু শেখর রায়।

Related articles

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...

কোথায় ১ কোটি রোহিঙ্গা! খসড়া তালিকার পর বিজেপির বাংলা-বিরোধী চরিত্রে তোপ তৃণমূলের

এসআইআর-এর প্রথম পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির তথা রাজ্যের বিরোধী দলনেতার তোলা একের পর এক দাবি...

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...
Exit mobile version