Saturday, November 8, 2025

অক্সিজেনের সমস্যা মেটাতে কম দামের অক্সিজেন কনসেনট্রেটর বানিয়ে তাক লাগালেন NIT দুর্গাপুরের অধ্যাপক

Date:

দেশজুড়ে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে হাসপাতালে বাড়ছে বেডের আকাল। জোগান নেই পর্যাপ্ত অক্সিজেনের। এই করোনা সংকটকালে করোনা আক্রান্তদের ভরসা অক্সিজেন কনসেনট্রেটর। এবারে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একেবারে কম দামের পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটর বানিয়ে তাক লাগিয়ে দিলেন দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শিবেন্দু শেখর রায়।

আরও পড়ুন-করোনার জের, পিছিয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক, ইঙ্গিত সংসদের

অধ্য়াপক শিবেন্দু শেখর রায় জানাচ্ছেন, পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটরটির নাম দেওয়া হয়েছে প্রাণায়াম। তাঁর দাবি, এই কনসেনট্রেটরটি খুব সহজেই বাড়িতে ব্যবহার করা যাবে। অধ্যাপক জানিয়েছেন, ৩-৫ মিনিটের মধ্যেই ৯২ থেকে ৯৪ শতাংশ অক্সিজেন সরবরাহ করতে পারে এই মেশিন। চিকিৎসকের পরামর্শে রোগীর প্রয়োজন মত মেশিনের রেগুলেটর ঘুরিয়ে লিটার প্রতি মিনিট করে দিলেই হবে। বিদ্যুৎ না থাকলেও এটি ব্যাটারির সাহায্যে চালানো যাবে। যদিও এই মেশিনটি বিদ্যুৎ চালিত। যাদের পক্ষে এই মেশিন কেনা সম্ভব নয় তারা ঘণ্টা হিসাবে ভাড়া নিয়েও ব্যবহার করতে পারেন।

শিবেন্দু জানিয়েছেন, এই মেশিনের দাম হবে ৩০ হাজার টাকা। ইতিমধ্যেই মুম্বই ও বেঙ্গালুরু-সহ আরও কয়েকটি জায়গা থেকে একাধিক সংস্থা এই অক্সিজেন কনসেনট্রেটরের প্রযুক্তি নেওয়ার জন্য যোগাযোগ করছে তাঁর সঙ্গে। ইতিমধ্যেই হাওড়া জেলার সঞ্জীবনী হাসপাতাল-এ এই মেশিন ব্যবহার করা শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অধ্যাপক জানিয়েছেন, গত বছর করোনার প্রথম ঢেউয়ের সময় যখন অক্সিজেন সংকট দেখা দিয়েছিল সেই সময় এই পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করার কথা ভাবেন শিবেন্দু শেখর রায়।

Related articles

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...
Exit mobile version