Thursday, August 21, 2025

মমতা-মডেলে বিজেপি বধ করতে অখিলেশ যাদব পাশে চাইছেন প্রশান্ত কিশোরকে

Date:

বাংলায় যে স্ট্র্যাটেজিতে বিজেপি-বধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee), ঠিক সেই পথে হেঁটেই উত্তরপ্রদেশ জয় করতে চান অখিলেশ যাদব (Akhilesh yadav)৷ এবং এই কাজে বাংলায় তুমুল সাফল্য পাওয়া প্রশান্ত কিশোরকেই (Prasant kishore) দায়িত্ব দিতে চায় সমাজবাদী পার্টি।

২০২২-এ উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচন৷ বাংলার মতো উত্তরপ্রদেশেও (UP) আগামী বছর বিজেপিকে রাজনৈতিক ধাক্কা দিতে প্রবল আত্মবিশ্বাসী অখিলেশের সমাজবাদী পার্টি। সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটে বিরোধীরা কার্যত উড়িয়ে দিয়েছে শাসক বিজেপিকে৷ এই ভোটে বিজেপির গড় হিসেবে পরিচিত একাধিক জেলায় বিপুল সাফল্য পেয়েছে সমাজবাদী পার্টি৷

এই সাফল্য আসার পরেই রাজ্য জয়ে ঝাঁপিয়ে পড়েছেন অখিলেশ। এবং এ কাজে ভোটকুশলী প্রশান্ত কিশোরকেই দায়িত্ব দিতে চাইছে সমাজবাদী পার্টি। অখিলেশের দল এই সিদ্ধান্ত নিলেও তা নির্ভর করছে প্রশান্ত কিশোরের উপর। এর কারণ, বাংলার ভোটের ফলপ্রকাশের পরই প্রশান্ত কিশোর জানিয়েছেন, এভাবে কোনও একটি দলের হয়ে ভোট কৌশল রচনার কাজ তিনি আর করবেন না৷ তবে তাঁর সংস্থা ‘আইপ্যাক’ এ ধরনের কাজ করে যাবে। প্রত্যক্ষভাবে তিনি আর এ ধরনের কাজে যুক্ত থাকতে চান না। সব কিছু জানার পরেও সমাজবাদী পার্টির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রশান্ত কিশোরকেই বলা হবে এবার উত্তরপ্রদেশে বিজেপি-ধ্বংসের দায়িত্ব নিতে।
ওদিকে, উত্তরপ্রদেশ নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে কংগ্রেসও। এআইসিসির সাধারন সম্পাদক হিসাবে
প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যের দায়িত্বপ্রাপ্ত হলেও সাম্প্রতিক পঞ্চায়েত ভোটেও চতুর্থ স্থানে কংগ্রেস। প্রিয়াঙ্কাকেই উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে ভোটে ঝাঁপানোর পক্ষে দলের একাংশ সওয়াল করলেও এখন দল সেই অবস্থান থেকে সরে আসছে৷ এখন থেকেই কংগ্রেস চাইছে অখিলেশ যাদবের সঙ্গে জোটের ব্যাপারে আলোচনা করতে। তবে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে রাজি হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রাজনৈতিক মহল৷

আরও পড়ুন:যোগী রাজ্যের পর এবার বিজেপি শাসিত “ডাবল ইঞ্জিন” মধ্যপ্রদেশের নদীতেও ভাসছে মৃতদেহ

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version