Wednesday, November 5, 2025

মমতার চালে মাৎ মোদি,বাংলার কৃষকরাও পাবেন টাকা, ঘোষণা হতে পারে শুক্রবার

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সূক্ষ্ম চালে মাৎ হয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

সূত্রের খবর, শুক্রবার থেকেই কৃষক নিধি প্রকল্পের (Kisan Samman Nidhi) টাকা বাংলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। সব কিছু ঠিক থাকলে আগামিকাল, শুক্রবার বেলা ১১টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কথা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা, মোদি-শাহ জুড়ি মমতা বন্দ্যোপাধ্যায়কে ( Mamata Banerjee) ‘অভিযুক্ত’ করে বাংলার কৃষকদের সব ভোট পেতে এই কৃষক প্রকল্পকেই অস্ত্র করেছিলেন৷ কিন্তু তা ব্যুমেরাং হয়েছে৷ হেরেছে মোদি-শাহের দল৷ ওদিকে, ফের সরকার গঠন করেই পাল্টা চালে মোদিকে চাপে ফেলেছেন মুখ্যমন্ত্রী৷ বাংলার কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা এবার না পাঠালে রেহাই পাবেন না মোদি-শাহ৷ তাই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় এসে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ বারবার বলেছেন, দেশের কৃষকরা ‘কৃষক সম্মান নিধি’ প্রকল্পের (Kisan Samman Nidhi Project) টাকা পেলেও পশ্চিমবঙ্গ সরকার তা চালু করেনি। ফলে বাংলার কৃষকরা টাকা পাচ্ছেন না৷ বিজেপি ক্ষমতায় এলে বকেয়া সমেত পুরো টাকা দেওয়া হবে৷” বাংলার কৃষকদের ভোট পেতে মোদি-শাহ এই আশ্বাস দিলেও বিজেপি এবারের নির্বাচনে ৭৫-এ এসে থেমে গিয়েছে৷

ওদিকে তৃতীয় দফায় মুখ্যমন্ত্রীর আসনে বসেই এই ইস্যুতে সূক্ষ্ম চাল দেন মমতা৷ নবান্নে প্রথম সাংবাদিক বৈঠকেই মুখ্যমন্ত্রী জানান, “কেন্দ্রীয় সরকারের পোর্টালে এখনও পর্যন্ত বাংলার ২১.৭৯ লক্ষ কৃষক নাম নথিভুক্ত করিয়েছেন। তাদের মধ্যে ১৪.৯১ লক্ষ কৃষকের তথ্য যাচাই রাজ্য সরকার ইতিমধ্যেই করে দিয়েছে। ওই ১৪.৯১ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকার টাকা পাঠাতে পারবে। মমতার দাবি করেন, “প্রচারে এসে টাকা দেওয়ার কথা বলার পর এখন পেছিয়ে গেলে হবে না৷ কৃষকদের অ্যাকাউন্টে অবিলম্বে পাঠিয়ে দিক কেন্দ্র৷”
দায়িত্ব নিয়েই গত কয়েকদিন ধরে এই বিষয়ে লেগে ছিলেন নতুন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং তাঁর দফতর৷

নির্ভরযোগ্য সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ে চাপে আগামীকাল, শুক্রবার থেকেই ‘কৃষক সম্মান নিধি প্রকল্পের’ টাকা বাংলার প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার কাজ শুরু করছে কেন্দ্র। শুক্রবারই এক ভিডিও-কনফারেন্সের মাধ্যমে একথা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে বাংলার কৃষকদের নামও। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অষ্টম কিস্তিতে ১৯ হাজার কোটি টাকা ব্যয়ে ৯.৫ কোটি কৃষকের অ্যাকাউন্টে এই টাকা সরাসরি স্থানান্তরিত করা হবে। তবে এখনও স্পষ্ট নয়, ভোট প্রচারে প্রধানমন্ত্রী বলেছিলেন, বকেয়া টাকাও কৃষকদের দেওয়া হবে। প্রথম ধাপেই বকেয়া টাকা দেওয়া হবে, নাকি পরে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন- ‘কাজ নেই, টাকা নেই, পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব নিতে হবে কেন্দ্রকেই’, জানাল সুপ্রিম কোর্ট

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version