Wednesday, November 5, 2025

‘কাজ নেই, টাকা নেই, পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব নিতে হবে কেন্দ্রকেই’, জানাল সুপ্রিম কোর্ট

Date:

‘কাজ নেই, টাকা নেই, কীভাবে বাঁচবে ওই শ্রমিকেরা? অন্তত কিছু সময়ের জন্য ভরণপোষণের দায়িত্ব অবশ্যই নিতে হবে কেন্দ্রকে।’ কোভিডের দ্বিতীয় ঢেউয়ে পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি ও স্বাস্থ্য নিয়ে ঠিক এওভাবেই উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের বাড়বাড়ন্তে একাধিক রাজ্য শুরু হয়েছে লকডাউন। এমতাবস্থায় একদিকে করোনা আর অন্যদিকে অর্থসঙ্কট, এই দুইয়ের মোকাবিলা করতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। তাই তাঁদের সংস্থান ও স্বাস্থ্য-এর দায়িত্ব নিক কেন্দ্র বলে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়। আজ, বৃহস্পতিবার বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এমআর শাহের বেঞ্চে এই সংক্রান্ত আবেদনের শুনানি ছিল। পরিযায়ী শ্রমিকদের কঠোর পরিস্থিতি বিবেচনা করার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন বিচারপতি।
গত বছর পরিযায়ী শ্রমিকদের হৃদয় বিদারক ছবি নজরে আসে। তাই দ্বিতীয় ঢেউয়ে তাঁদের অবস্থা আবার যেন আগের মত না হয়, তাই খাদ্য, শুকনো রেশন, নগদ দেওয়া ও যাতায়াত সুনিশ্চিত করে সুপ্রিম কোর্টে জরুরী হস্তক্ষেপ দাবি করে আইনজীবী প্রশান্ত ভূষণের মাধ্যমে মামলা করা হয়। পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন সমাজকর্মী হর্ষ মন্দার, অঞ্জলি ভরদ্বাজ ও জগদীপ ছোকরে। সেই মামলার আজ শুনানি ছিল। দেশে মোট ৮ কোটি পরিযায়ী শ্রমিক রয়েছেন যাঁদের মধ্যে অনেকেরই রেশন কার্ড নেই বলেও আদালতে জানান তিনি।

Related articles

SIR ‘ষড়যন্ত্র’ আটকাতে জনসাধারণের পাশে তৃণমূলের লিগাল সেল: ১১ তারিখ কলকাতা থেকে শুরু, বিশেষ নজর উত্তরবঙ্গ-পূর্ব মেদিনীপুর

এসআইআর (SIR) আতঙ্কে রাজ্যে একের পরে এক আত্মহত্যার ঘটনা ঘটছে। ফলে জনমানসে উদ্বেগ দেখা দিচ্ছে। এই পরিস্থিতি আইনি...

টাইফুন কালমেগির তাণ্ডব ফিলিপিন্সে: বিপর্যস্ত সেবু, বাড়ছে মৃত্যুর সংখ্যা

টাইফুন কালমেগির(Typhoon Kalmaegi )দাপটে ফিলিপিন্সে ( Philippine )ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী,...

রিচা বরণের অপেক্ষায় শিলিগুড়ি, কবে হবে সিএবির জমকালো সংবর্ধনা অনুষ্ঠান?

বিশ্বকাপ জিতে ঘরে ফিরছেন বঙ্গ কন্যা রিচা ঘোষ(Richa Ghosh)। বিশ্বকাপজয়ীকে বরণ করে নিতে তৈরি বাংলা(Bengal)। রিচার জন্মভূমি, বেড়ে...

‘অন্য বিয়ের’ কাহিনি!

ভালোবাসার অন্য রূপের সাক্ষী থাকল সুন্দরবনের(Sundarbon village) প্রত্যন্ত গ্রাম। বিবাহবন্ধনে (Maarriage) আবদ্ধ হলেন দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা...
Exit mobile version