Wednesday, December 17, 2025

মর্মান্তিক! বাজ পড়ে মৃত্যু ১৮ টি হাতির, ঘটনাস্থলে পশু চিকিৎসক ও বিশেষজ্ঞরা

Date:

মর্মান্তিক!

বাজ পড়ে মৃত্যু হল ১৮ টি হাতির। বুধবার রাতে মধ্য অসমের নাগাঁও জেলায় বাজ পড়ে মৃত্যু হয় হাতিগুলির। বনদফতর মনে করছে, বাজ পড়ার ফলেই মৃত্যু হয়েছে ১৮ টি হাতির।

সরকারিভাবে জানানো হয়েছে, ঘটনাটি বন বিভাগের অন্তর্গত কাঠিয়াটোলি রেঞ্জের পাহাড়ের ওপর অবস্থিত কাণ্ডালি প্রোপজ রিজার্ভ ফরেস্টের। বুধবার রাতে ওই রেঞ্জের একটি ছোট টিলার পাশে ছিল ১৮ টি হাতি। ওই সময় ব্যাপক বজ্রপাতের ফলে মৃত্যু হল হাতিগুলির। বন দফতরের কর্তারা জানিয়েছেন, বজ্রপাতের জেরেই একসঙ্গে আঠারোটি হাতির মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। জানানো হয়েছে, পোস্ট মর্টেম রিপোর্ট দেখেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরও পড়ুন-আউটলুকের প্রচ্ছদ: ৭ বছর বয়সী “নিখোঁজ” সরকারকে গরুখোঁজা খুঁজছে ভারতবাসী!

অসমের প্রধান বন্যপ্রাণ ওয়ার্ডেন এম কে যাদব জানান, ‘‌স্থানীয় কর্মীরা জানিয়েছেন ১৮ টি হাতির মৃত্যু হয়েছে এবং বাজ পড়ার জন্যই এই মৃত্যু বলে মনে করা হচ্ছে। ‌দেশে অনেকবারই এমন ঘটনা ঘটেছে। যেখানে বাজ পড়ে মৃত্যু হয়েছে বহু পশুর। কিছুদিন আগেই বাজ পড়ে পাঁচটি হাতির মৃত্যু হয় পশ্চিমবঙ্গে। কিন্তু এটা আরও বড় ঘটনা।’‌ ইতিমধ্যেই পশু চিকিৎসক ও অন্যান্য বন্যপ্রাণ বিশেষজ্ঞরা কান্ডালিতে পৌঁছে গিয়েছেন। হাতির মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা তাঁরা খতিয়ে দেখবেন। কারণ এই জেলায় হাতি–মানুষের সংঘর্ষ চলতেই থাকে।

বন দফতরের প্রধান জানিয়েছেন, “আমরা ঘটনার তদন্ত করছি। বজ্রপাতে মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। মৃত হাতিগুলির শরীরে কোনওরকম ক্ষতচিহ্ন ছিল না। শুক্রবার আমরা ময়না তদন্তের রিপোর্ট হাতে পাব।”

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version