Sunday, November 16, 2025

মর্মান্তিক! বাজ পড়ে মৃত্যু ১৮ টি হাতির, ঘটনাস্থলে পশু চিকিৎসক ও বিশেষজ্ঞরা

Date:

মর্মান্তিক!

বাজ পড়ে মৃত্যু হল ১৮ টি হাতির। বুধবার রাতে মধ্য অসমের নাগাঁও জেলায় বাজ পড়ে মৃত্যু হয় হাতিগুলির। বনদফতর মনে করছে, বাজ পড়ার ফলেই মৃত্যু হয়েছে ১৮ টি হাতির।

সরকারিভাবে জানানো হয়েছে, ঘটনাটি বন বিভাগের অন্তর্গত কাঠিয়াটোলি রেঞ্জের পাহাড়ের ওপর অবস্থিত কাণ্ডালি প্রোপজ রিজার্ভ ফরেস্টের। বুধবার রাতে ওই রেঞ্জের একটি ছোট টিলার পাশে ছিল ১৮ টি হাতি। ওই সময় ব্যাপক বজ্রপাতের ফলে মৃত্যু হল হাতিগুলির। বন দফতরের কর্তারা জানিয়েছেন, বজ্রপাতের জেরেই একসঙ্গে আঠারোটি হাতির মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। জানানো হয়েছে, পোস্ট মর্টেম রিপোর্ট দেখেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরও পড়ুন-আউটলুকের প্রচ্ছদ: ৭ বছর বয়সী “নিখোঁজ” সরকারকে গরুখোঁজা খুঁজছে ভারতবাসী!

অসমের প্রধান বন্যপ্রাণ ওয়ার্ডেন এম কে যাদব জানান, ‘‌স্থানীয় কর্মীরা জানিয়েছেন ১৮ টি হাতির মৃত্যু হয়েছে এবং বাজ পড়ার জন্যই এই মৃত্যু বলে মনে করা হচ্ছে। ‌দেশে অনেকবারই এমন ঘটনা ঘটেছে। যেখানে বাজ পড়ে মৃত্যু হয়েছে বহু পশুর। কিছুদিন আগেই বাজ পড়ে পাঁচটি হাতির মৃত্যু হয় পশ্চিমবঙ্গে। কিন্তু এটা আরও বড় ঘটনা।’‌ ইতিমধ্যেই পশু চিকিৎসক ও অন্যান্য বন্যপ্রাণ বিশেষজ্ঞরা কান্ডালিতে পৌঁছে গিয়েছেন। হাতির মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা তাঁরা খতিয়ে দেখবেন। কারণ এই জেলায় হাতি–মানুষের সংঘর্ষ চলতেই থাকে।

বন দফতরের প্রধান জানিয়েছেন, “আমরা ঘটনার তদন্ত করছি। বজ্রপাতে মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। মৃত হাতিগুলির শরীরে কোনওরকম ক্ষতচিহ্ন ছিল না। শুক্রবার আমরা ময়না তদন্তের রিপোর্ট হাতে পাব।”

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version