কাতার ম‍্যাচের  ২০দিন আগে সুনীলদের দোহা পাঠাতে চায় এআইএফএফ

বিশ্বকাপ যোগ্যতা অর্জন (  (World Cup Qualifiers) পর্বের ম্যাচের জন্য সুনীলদের (Sunil cheetri) আগেই দোহায় পাঠাতে চাইছে এআইএফএফ (AIFF)। ৩ জুন কাতারের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। তাই ম‍্যাচের বেশ কয়েকদিন আগে কাতার পৌঁছাতে চাইছেন ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। কাতার পৌঁছে সেখানে প্রস্তুতি শিবির করতে চান তিনি। সেই দিকে নজর দিয়েই, ভারতীয় দলকে আগে ভাগেই কাতার পাঠাতে চাইছে এআইএফএফ।

কোভিডের (COVID-19) কারণে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল ফেডারেশন। তবে সেই আর্জি ফিরিয়ে দেয় এএফসি (AFC)। সূচি মেনেই হবে সব ম্যাচ হবে, এমনটাই জানিয়ে দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। তাই এখন স্বাস্থ্য মন্ত্রকের চিঠির দিকে তাকিয়ে ফেডারেশন। তাদের সংকেত মিললেই ভারতীয় দলকে পাঠানোর ব‍্যবস্থা করবে ফেডারেশন। এরপাশাপাশি কাতার ফুটবল সংস্থার অনুমতি মিললেই প্রথম ম্যাচের ২০ দিন আগে সেখানে সুনীলদের পাঠাতে চায় এআইএফএফ।

৩ জুন কাতারের সঙ্গে খেলতে নামবে ব্লুজ ব্রিগেড। এরপর ৭ তারিখ বাংলাদেশ এবং ১৫ তারিখ আফগানিস্তানের বিরুদ্ধে খেলবেন সুনীলরা।

এদিকে সিনিয়র ফুটবলারদের টিকাকরণের জন্য রাজ্য গুলিতে চিঠি পাঠিয়েছেন ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেল।

আরও পড়ুন:হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রকাশ পাডুকোন

Advt

Previous articleহাসপাতালেই কোভিড রোগীকে ধর্ষণ, মারা গেলেন আক্রান্ত মহিলা
Next articleমাত্র ৪১ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সে, ১৮ পয়েন্ট নামল নিফটি