কলকাতায় ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মাথায় হাত সাধারণ মানুষের

ফাইল ছবি

ফের পেট্রোলের দামে নয়া রেকর্ড কলকাতায়। প্রতি লিটারে ২৮ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ৯২ টাকা ৪৪ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে হয়েছে ৮৫ টাকা ৭৯ পয়সা। পশ্চিমবঙ্গ সহ দেশের আরও ৪ রাজ্যে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটপর্ব শেষ হতেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে জ্বালানির দাম। তবে মোদি সরকারের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ার ফলে দেশেও দাম বাড়ছে। তবে দিনের পর দিন জ্বালানির দাম লাগাতার বৃদ্ধির ফলে মাথায় হাত সাধারণ মানুষের।

করোনার অগুনতি মানুষ কাজ হারিয়েছেন। মে মাসে আরও কয়েকলক্ষ মানুষের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানা গিয়েছে এক সমীক্ষায়। এর সঙ্গে এমনভাবে পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন-কলকাতা বিশ্ববিদ্যালয়ের হেলথ ইউনিট এবার করোনা হাসপাতাল, জানাল পুরসভা

গত ১০ মে থেকে লাগাতার দাম বৃদ্ধি হয়েছে পেট্রোল-ডিজেলের। কেবলমাত্র দাম বাড়েনি গতকাল। গত বুধবার লিটার প্রতি ২৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রলের দাম ছিল ৯২ টাকা ১৬ পয়সা। ২৫ পয়সা বেড়ে লিটার প্রতি ডিজেলের দাম ছিল ৮৫ টাকা ৪৫ পয়সা। গত মঙ্গলবার কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম ছিল ৯১ টাকা ৯২ পয়সা। সোমবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৫ পয়সা বেড়ে হয়েছিল ৯১ টাকা ৬৬ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ৩৩ পয়সা বেড়ে হয়েছিল ৮৪ টাকা ৯০ পয়সা।