কলকাতা বিশ্ববিদ্যালয়ের হেলথ ইউনিট এবার করোনা হাসপাতাল, জানাল পুরসভা

করোনাকালে বেড সঙ্কট মেটাতে আরও এক করোনা হাসপাতাল কলকাতায়। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি হেলথ ইউনিট করোনা হাসপাতাল হতে চলেছে। এমনটাই জানিয়েছেন কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। ১৪৫ নম্বর মুক্তারামবাবু স্ট্রিটের হাসপাতালটি বৃহস্পতিবার পরিদর্শন করেন তিনি।

কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয় তরফের রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। তা মেনেই ওই আউটডোর হেলথ ইউনিটে কোভিড হাসপাতাল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে তৈরি করা হবে ৭৫ বেডের হাসপাতাল।

আরও পড়ুন-কোভিড পরিস্থিতিতে কালোবাজারি রুখতে বিজ্ঞপ্তি জারি কলকাতা পুলিশের

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, আর জি কর মেডিক্যাল কলেজ এই হাসপাতাল দেখভালের দায়িত্ব নেবে। দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল দুটি হাসপাতালকে। চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ এবং আর জি কর মেডিক্যাল কলেজ। তবে দুটি হাসপাতালের কর্তাদের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হলেও আর জি কর মেডিক্যাল কলেজ এই হাসপাতাল দেখভালের দায়িত্ব নেবে বলে সূত্রের খবর।

দীর্ঘদিন ধরেই ওই হেলথ ইউনিট কার্যত অন্ধকার বাড়ি হয়ে পড়েছিল। সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর ওই হেলথ ইউনিটটিকে পরিষ্কার করে সেটিকে চালু করেন। মূলত সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মী এবং আবাসিক ছাত্র-ছাত্রীদের চিকিৎসা দেওয়া হতো। এবার সেখানেই করোনা হাসপাতাল তৈরি হচ্ছে।