Tuesday, November 4, 2025

কলকাতায় ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, মাথায় হাত সাধারণ মানুষের

Date:

ফের পেট্রোলের দামে নয়া রেকর্ড কলকাতায়। প্রতি লিটারে ২৮ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ৯২ টাকা ৪৪ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি ৩৪ পয়সা বেড়ে হয়েছে ৮৫ টাকা ৭৯ পয়সা। পশ্চিমবঙ্গ সহ দেশের আরও ৪ রাজ্যে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটপর্ব শেষ হতেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে জ্বালানির দাম। তবে মোদি সরকারের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ার ফলে দেশেও দাম বাড়ছে। তবে দিনের পর দিন জ্বালানির দাম লাগাতার বৃদ্ধির ফলে মাথায় হাত সাধারণ মানুষের।

করোনার অগুনতি মানুষ কাজ হারিয়েছেন। মে মাসে আরও কয়েকলক্ষ মানুষের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানা গিয়েছে এক সমীক্ষায়। এর সঙ্গে এমনভাবে পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন-কলকাতা বিশ্ববিদ্যালয়ের হেলথ ইউনিট এবার করোনা হাসপাতাল, জানাল পুরসভা

গত ১০ মে থেকে লাগাতার দাম বৃদ্ধি হয়েছে পেট্রোল-ডিজেলের। কেবলমাত্র দাম বাড়েনি গতকাল। গত বুধবার লিটার প্রতি ২৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রলের দাম ছিল ৯২ টাকা ১৬ পয়সা। ২৫ পয়সা বেড়ে লিটার প্রতি ডিজেলের দাম ছিল ৮৫ টাকা ৪৫ পয়সা। গত মঙ্গলবার কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম ছিল ৯১ টাকা ৯২ পয়সা। সোমবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৫ পয়সা বেড়ে হয়েছিল ৯১ টাকা ৬৬ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ৩৩ পয়সা বেড়ে হয়েছিল ৮৪ টাকা ৯০ পয়সা।

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...
Exit mobile version