Sunday, November 9, 2025

দলবদলু তৃণমূলীদের গুরুত্ব দিয়েই বঙ্গে ডুবেছে গেরুয়া তরী, দাবি RSS মুখপত্রের

Date:

নির্বাচনের আগে হাওয়া বুঝে গেরুয়া শিবিরে ভিড় করা তৃণমূল নেতাদের অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলেই বিজেপির(BJP) সর্বনাশ হয়েছে। প্রকাশ্যে এই অভিযোগ তুলে বিজেপির শীর্ষ নেতৃত্বকে দোষারোপ করেছে রাজ্য বিজেপির একাংশ। এবার সেই একই সুর শোনা গেল আরএসএসের(RSS) গলাতেও। সম্প্রতি সংঘের মুখপত্র ‘অর্গানাইজার’-এর(organiser) সাম্প্রতিক সংখ্যায় স্পষ্ট ভাবে জানানো হয়েছে, তৃণমূল ত্যাগ করে বিজেপিতে আসা নেতাদের ক্ষমতা ও প্রভাবের বিচার না করেই তাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর এটাই বাংলায় বিজেপির এত খারাপ ফলাফলের অন্যতম কারণ।

বৃহস্পতিবার আরএসএস-এর মুখপাত্র অর্গানাইজারে এক প্রতিবেদন তুলে ধরা হয়। ‘ব্যাড এক্সপিরিয়েন্স ইন বেঙ্গল’ নামের এই প্রতিবেদনে বলা হয় ২০১৯-এর লোকসভা নির্বাচনে ১২১ টি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল বিজেপি। তার পরেও বিধানসভা নির্বাচনে মাত্র ৭৭ টি আসনে নেমে এসেছে। এই ফলাফলের পিছনে রয়েছে বিজেপির একের পর এক ভুল পদক্ষেপ। যার মধ্যে অন্যতম কোনরকম বাছবিচার না করে তৃণমূল থেকে আসা নেতাদের বিজেপিতে জায়গা দেওয়া। এই ঘটনা দলের সমর্থকদের ওপর কী প্রভাব ফেলবে তা ভেবে দেখার প্রয়োজন বোধ করেনি দলীয় নেতৃত্ব। পাশাপাশি তৃণমূল সরকারের জনকল্যাণমুখী প্রকল্পের ভূমিকার কথা অস্বীকার করেনি সংঘ।

আরও পড়ুন:অক্সিজেনের অভাবে গোয়ায় চারদিনে মৃত্যু ৭৪ জন রোগীর, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের

এছাড়াও একাধিক কারণ তুলে ধরে সংঘের তরফ জানানো হয়েছে ভোটের শেষ দুই দফায় করোনার বাড়বাড়ন্ত বিজেপির পারফরমেন্সকে নিচে নামিয়েছে। বাম ভোটের বেশিরভাগ অংশ তৃণমূলের দিকে যাওয়াও হারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে সংঘ। একই সঙ্গে বিজেপির এই অভিভাবকের তরফে জানানো হয়েছে, এই নির্বাচনে ৪টি জেলায় বিজেপি একটিও আসন পায়নি। জঙ্গলমহলের মতো জায়গায় ৫১ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে মাত্র ১৭। এই ঘটনা প্রমাণ করে তপশিলি জাতি ও উপজাতির ভোট এবং মতুয়া ভোট বিজেপির দিকে আসেনি। অন্যদিকে হারের কারণ প্রসঙ্গে বিজেপির পুরনো নেতৃত্বকে সাইডলাইনে পাঠিয়ে দলবদলু তৃণমূল নেতৃত্বকে গুরুত্ব দেওয়ার জন্য তোপ দেগেছেন রাজ্য বিজেপির সহ সভাপতি রাজকমল পাঠক। তিনি স্পষ্ট জানান, ভোট পরিচালনা থেকে পুরনো নেতৃত্বদের দূরে সরিয়ে দেওয়া এই হারের অন্যতম কারণ।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version