Friday, November 7, 2025

অক্সিজেনের অভাবে গোয়ায় চারদিনে মৃত্যু ৭৪ জন রোগীর, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের

Date:

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ পরিস্থিতি গোয়ায়। অক্সিজেনের অভাবে গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে গত চার দিনে ৭৫ জন রোগীর মৃত্যু হয়েছে। বেড না পাওয়ায় হাসপাতালের মেঝেতেই শুয়ে রয়েছেন সারি সারি রোগী। এমনকি হাসপাতালের অব্যবস্থা এতটাই যে স্টোররুমেও ঠাসা করোনা রোগী।ইতিমধ্যে এই ঘটনায় মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, গোয়ার মুখ্যসচিব পরিমল রাই এবং হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহের দায়িত্বে থাকা নোডাল অফিসার শ্বেথিকা সাচানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গোয়া ফরোয়ার্ড দল ।

জানা গেছে, বৃহস্পতিবার গোয়া মেডিকাল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবের কারণে একদিনে ১৫ জন রোগীর মৃত্যু হয়। শুক্রবারও মারা যান ১৩ জন। মঙ্গলবার থেকেই এই মৃত্যুমিছিলের ঘটনা উঠে আসায় খবরের শিরোনামে উঠে আসে গোয়া মেডিকযাল কলেজ হাসপাতাল।  এর আগে এই একই চিত্র ফুটে উঠেছিল রাজধানীতে। এবার সেই একই অব্যবস্থার ছবি উঠে এল বিজেপি শাসিত গোয়াতেও। গত কয়েকদিনে অক্সিজেনের সঙ্কট তীব্র হলেও কোনওরকম পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার। ফলে মঙ্গলবার ভোররাত থেকেই শুরু হয়েছে মৃত্যুমিছিল।

শুক্রবার ১৩ জন রোগীর মৃত্যুর পরই মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব এবং নোডাল অফিসারের নামে মামলা দায়ের করে গোয়া ফরোয়ার্ড দল। এই ঘটনায় গোয়ার বিজেপি সরকারকে তোপ দেগেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালাও। একটি প্রতিবেদনের ছবি টুইট করে গোয়া সরকার এবং মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন রণদীপ।

Related articles

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...
Exit mobile version