Wednesday, November 12, 2025

মুখ্যমন্ত্রীর জামিন খারিজের আর্জি জানিয়ে দেশদ্রোহিতার অভিযোগ গ্রেফতার অন্ধ্রের সাংসদ

Date:

হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির(Jagan Mohan Reddy) জামিন বাতিলের আবেদন জানিয়েছিলেন তারই দলের এক সাংসদ। এরপরই দেশদ্রোহীতার অভিযোগে অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) সিআইডি(CID) শুক্রবার গ্রেফতার করল নরসপুরমের সাংসদ কানুমুরি রঘুরামা কৃষ্ণাম রাজুকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় অন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি সম্প্রতি জামিন পেয়েছেন আদালতে। এরপর সিবিআইয়ের বিশেষ আদালতে এই জামিন খারিজের আবেদন জানান ওই সাংসদ। দলের সাংসদদের এহেন কর্মকান্ডের পর রাজ্য সরকারের সম্মানহানিকর মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে হায়দরাবাদের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ(দেশদ্রোহীতা), ১৫৩এ ও ৫০৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন:ধনকড়কে বেনজির তোপ দীনেশ বাজাজের, রাজনৈতিক মহলে তুমুল জল্পনা

এই গ্রেফতারের ঘটনার পর পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘শ্রী রাজুর বিরুদ্ধে নির্দিষ্ট কয়েকটি গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণামূলক মন্তব্য ছড়ানো এবং সরকারের বিরুদ্ধে ঘৃণার প্রচারের অভিযোগ রয়েছে। দেখা গিয়েছে যে তিনি নিয়মিত নিজের ভাষণের মাধ্যমে পরিকল্পিতভাবে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালিয়েছেন। সরকারকে এমনভাবে নানা ক্ষেত্রে আক্রমণ করেছেন, যাতে সাধারণ মানুষের আস্থা চলে যায়, সেই চেষ্টাও করেছেন।’ উল্লেখ্য, ২০১২ সালে ওয়াইএসআর কংগ্রেস নেতা জগনমোহন রেড্ডি নামে হিসাব বহির্ভূত সম্পত্তির একটি মামলা দায়ের হয়। এর প্রেক্ষিতে গত ২৭ এপ্রিল সিবিআইয়ের বিশেষ আদালতে জামিন খারিজের আবেদন জানায় ওই সাংসদ।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version