Tuesday, August 26, 2025

কিছুদিন আগেই আংশিক লকডাউন লাগু হলেও আটকানো যায়নি দৈনিক সংক্রমণ। গত কালও ২০ হাজারের ঘরে ছিল সংক্রমণ। মৃত্যু হয়েছে ১৩৬ জনের।

আগামীকাল রবিবার থেকে দু’সপ্তাহ টানা কড়া বিধিনিষেধ লাগু হয়েছে রাজ্যে। আজ শনিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব জানিয়ে দিয়েছেন, রাজ্যে আগামীকাল থেকে করোনা আটকাতে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক মহল।

বিশিষ্ট চিকিৎসক তথা লিভার ফাউন্ডেশনের কর্ণধার অভিজিৎ চৌধুরী জানিয়েছেন, প্রত্যেকদিন সংক্রমণের সংখ্যা বাড়ছে । এত বলার পরেও আমরা অনেকেই সচেতন নই। এই মুহূর্তে লকডাউন লাগু জরুরি ছিল। আমরা আশা করব আগামী সপ্তাহের মধ্যে এই সংক্রমণের গ্রাফ কিছুটা কমবে। রাজ্যে আগামী ১৫ দিন খুব গুরুত্বপূর্ণ। আমরা এই কড়াকড়ির কথা আগেই বলেছিলাম। আমরা দেখেছি রাজ্যে আংশিক লকডাউন লাগু থাকলেও সংক্রমণ ও মৃত্যু বাড়ছিল। তার মধ্যে ভ্যাকসিন অপ্রতুল তাই লকডাউন জরুরি। রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।

চিকিৎসক অরিজিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, খুব দরকার ছিল। করোনার দৈনিক সংক্রমণে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছিল। অতিমারিতে ভাইরাসের গতি কমানোর জন্য প্রয়োজন লকডাউন। আগামী দু’সপ্তাহের পর এই ভাইরাসের সংক্রমণের গতি অনেকটাই কমবে বলে আশা করা যায় । ওষুধ ও অক্সিজেনের জোগান অত্যন্ত জরুরি । তাই এই সিদ্ধান্ত নিতেই হতো।

মেডিসিন বিশেষজ্ঞ অনির্বাণ ঘোষাল জানিয়েছেন, আগে নিজেদের সচেতন হতে হবে। না হলে রাজ্যের এই প্রচেষ্টা মাঠে মারা যাবে।

এতদিন আংশিক লকডাউনে বেশকিছু পরিষেবায় ছাড়পত্র থাকলেও আগামীকাল থেকে সেইসব বিষয়ে কড়া বিধিনিষেধ লাগু থাকছে। আগামিকাল থেকে ১৫ দিন সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি অফিস সম্পূর্ণ বন্ধ থাকবে। লোকাল ট্রেন আগেই বন্ধ করা হয়েছিল। এবার মেট্রো রেল, বাস ও ফেরি চলাচল বন্ধ থাকবে। সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত বাজার খোলা থাকবে। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত। ব্যাঙ্কিং পরিষেবা চলবে সকাল দশটা থেকে দুটো পর্যন্ত। আগামী ১৫ দিন রাজ্যে ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সংবাদমাধ্যম, স্বাস্থ্য পরিষেবা সহ অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবাকে ছাড় দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যসচিব। সেই সঙ্গে বিয়ে বাড়িতে সর্বাধিক ৫০ জন এবং স‍ৎকারের জন্য সর্বাধিক ২০ জনের জমায়েতের ছাড় দেওয়া হচ্ছে।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version