Tuesday, November 4, 2025

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

Date:

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। পুঞ্চ (Poonch) লাগোয়া সীমান্তে গোলাগুলি শুরু করে পাক সেনা। আর্টিলিয়ারি বোমাবর্ষণও করা হয়। ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্তত ৩৩ জন আহত হওয়ার দাবি কাশ্মীর প্রশাসনের। এর মধ্যে শিখ সম্প্রদায়ের তিনজনের মৃত্যু হয় একটি গুরুদ্বারায় (Gurdwara) পাক গোলা বর্ষণে।

লস্কর-এ-তৈবা (LeT) ও জইশ-ই-মহম্মদের (JeM) মূল ঘাঁটি ভারতের এয়ার স্ট্রাইকে গুঁড়িয়ে যাওয়ার পরে কার্যত দিশাহারা পাকিস্তান। তারা একমাত্র দুই দেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর হামলা চালানোর পথই বেছে নেয়। মঙ্গলবার মধ্যরাতে ৯ জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার হামলার পর থেকেই নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে পাকিস্তানি সেনা হামলা শুরু করে। সাধারণ নাগরিকদের ও তাঁদের বাড়ির উপর গোলা বর্ষণ করা হয়। সেই রকমই একটি মিসাইল এসে পড়ে পুঞ্চে রাষ্ট্রসঙ্ঘের (United Nations) ফিল্ড স্টেশন দফতরের বাইরে। সৌভাগ্যক্রমে রাষ্ট্রসঙ্ঘের দফতরের কোনও ক্ষতি হয়নি।

তবে পুঞ্চে (Poonch) কেন্দ্রীয় গুরুদ্বারা (Gurudwara) শ্রী গুরু সিং সাভা সাহিবে মর্টার হানা চালায় পাকিস্তান। সেই হামলায় মৃত্যু হয় তিন শিখ গুরুর। প্রাণ হারান অমৃক সিং, অমরজিৎ সিং ও রণজিৎ সিং। আহত হন একাধিক শিখ সম্প্রদায়ের মানুষ।

পুঞ্চের পাশাপাশি কুপওয়ারা (Kupwara) সেক্টরেও ভারতীয় সেনার ঘাঁটি লক্ষ্য করে গোলবর্ষণের অভিযোগ উঠেছে। পাক সেনার হামলার পাল্টা গোলা বর্ষণ করে ভারতীয় সেনাও। সেই হামলায় অন্তত ১২ পাকিস্তানি সেনারও মৃত্যু হয়েছে বলে দাবি ভারতীয় সেনার। তবে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে, সেই আশঙ্কা করে সীমান্তবর্তী এলাকার গ্রামগুলি খালি করার নির্দেশ জারি করা হয়। দুপুর থেকেই দেখা যায় সেনাবাহিনী স্থানীয় বাসিন্দাদের সেনার গাড়িতে দূরবর্তী এলাকায় সরিয়ে দেওয়ার কাজ শুরু করে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version