মৃত্যুর পরেও অনন্য নজির গড়ে গেলেন ব্রজ রায়(Braja Ray)। এ রাজ্যে দেহদানের পথিকৃৎ এবং “গণদর্পণ” সংগঠনের প্রাণ পুরুষ ব্রজবাবু। তাঁর দেহ যে দান করে যাবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু শুক্রবার ঘটে গেল আর একটি ঘটনা। কী সেই ঘটনা?

সম্ভবত এশিয়ার প্রথম মানুষ হিসাবে ব্রজ রায়ের দেহ অটোপ্সি করা হল। অর্থাৎ করোনায় মৃত্যু হলেও এই ভাইরাস দেহের কোন অংশকে আক্রমণ করে অচল করে দিয়েছে, সেটাই দেখা হয় এই পরীক্ষার মাধ্যমে। শুক্রবার প্রায় দেড় ঘন্টা ধরে পিজি হাসপাতালে ব্রজবাবুর দেহর অটোপ্সি হয়। এরপর সে নিয়ে চলবে পরীক্ষা-নিরীক্ষা। এই পরীক্ষা নিশ্চিতভাবে জানিয়ে দেবে কোভিড ভাইরাসের আক্রমণের ধরণ। এবং কোথায় কোথায় আক্রমণ করে, তার প্রাথমিক ধারণা তৈরি করে দেবে। ‘গণদর্পন’-এর অন্যতম কর্মকর্তা শ্যামল চট্টোপাধ্যায় জানান, উনি পথিকৃৎ ছিলেন দেহ দানের। আর উনি ফের করোনার প্রাণঘাতী রূপ ধরার গবেষণায় সাহায্য করে গেলেন। এটাই বোধহয় এই সময়ের সেরা উদাহরণ।

আরও পড়ুন:করোনা বিধি না মেনে বিয়েবাড়ি, গুজরাটে ১০ দিনে গ্রেফতার ২০০
