এবার করোনা যুদ্ধে এগিয়ে এলেন গব্বর

0
1

এবার করোনা( corona) যুদ্ধে এগিয়ে এলেন শিখর ধাওয়ান( Shikhar dhawan)। গুরুগ্রামের (gurugram) পুলিশের হাতে অক্সিজেন কনসেনট্রেটর তুলে দিলেন গব্বর। টুইট করে নিজেই জানালেন সে কথা। এর আগে করোনা যুদ্ধে এগিয়ে এসেছিলেন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, শ্রীবৎস গোস্বামী, প‍্যাট ক‍্যামিন্স, ব্রেটলিরা।

এদিন টুইটারে ছবি পোস্ট করে শিখর লেখেন,” অতিমারির এই পরিস্থিতিতে যারা আমাদের পাশে রয়েছে, তাদের পাশে দাঁড়াতে পেরে ভাল লাগছে। আমি সব সময় তৈরি সাহায্য করার জন্য। এই অতিমারির সময় থেকে বেরিয়ে উঠে দাঁড়াবে ভারত। সবাই সাবধানে থাকুন, সুস্থথাকুন।”

এর আগে করোনা যুদ্ধে এগিয়ে এসেছেন বিরাট কোহলি, অনুষ্কা শর্মা জুটি। ১১ কোটি টাকার অনুদান তুলে দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন:ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে রাফায়েল নাদাল