Friday, August 22, 2025

কেন্দ্রের ভেন্টিলেটর রাজ্যগুলিতে সঠিক ব্যবহার হচ্ছে কিনা অডিটের নির্দেশ প্রধানমন্ত্রীর

Date:

একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে নজরে এসেছিল কেন্দ্রীয় সরকারের(central government) পাঠানো ভেন্টিলেটরগুলি(ventilator) ব্যবহার করছে না বহু হাসপাতাল। গুরুতর এই পরিস্থিতিতে গুদাম ঘরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে জীবনদায়ী এইসব চিকিৎসা সামগ্রী। যার জেরেই এবার রাজ্যগুলিকে পাঠানো ভেন্টিলেটর অডিট করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শনিবার আধিকারিকদের সঙ্গে উচ্চস্তরের এক বৈঠকে পিএম কেয়ার্সের(pm cares) টাকার ভেন্টিলেটর সঠিক ব্যবহার হচ্ছে কিনা জানার জন্য অডিট করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী(Prime Minister)।

দেশের করোনা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে শনিবার প্রধানমন্ত্রীর ডাকা এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান নরেন্দ্র মোদি(Narendra Modi)। তিনি বলেন, করোনাযুদ্ধে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের আরও শক্তিশালী করতে হবে। গ্রামাঞ্চলে অক্সিজেন সরবরাহের জন্য একটি সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করা প্রয়োজন। পাশাপাশি রাজ্যগুলিতে টিকাকরণের গতি কিভাবে বাড়ানো যায় সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। তবে এসব কিছুর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভেন্টিলেটর অডিট।

আরও পড়ুন:‘রবীন্দ্রনাথ হতে একজন ব্যর্থ, আর একজন গান্ধী হতে চেষ্টা করছেন’, সায়নীর নিশানায় রাজ্যপাল

প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, একাধিক রাজ্যের হাসপাতলে কেন্দ্রের তরফে পাঠানোর ভেন্টিলেটর গুদামে পড়ে নষ্ট হচ্ছে। বিষয়টি কেন্দ্রে কানে যাওয়ার পর ভেন্টিলেটর সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা অডিট করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যদি স্বাস্থ্যকর্মীদের ভেন্টিলেটর ব্যবহারের উপযুক্ত প্রশিক্ষণ না থাকে সে ক্ষেত্রে প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, একাধিক রাজ্য থেকে অভিযোগ উঠেছে পিএম কেয়ার্সের টাকায় কেনা ভেন্টিলেটর অকেজো। বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সরব হতে দেখা গিয়েছে কংগ্রেস শাসিত রাজ্য পাঞ্জাব ও রাজস্থানকে। এহেন অভিযোগের মাঝেই এবার ভেন্টিলেটর অডিটের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version