Monday, May 5, 2025

ঘূর্ণিঝড় টাউকটের জেরে বিপর্যস্ত গোয়ার উপকূল, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে অমিত শাহ

Date:

শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাউকটে(Taukte)। তার দাপট ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে কর্নাটক(karnatak), কেরল(Kerala), গোয়ার(Goa) মতো রাজ্যগুলিতে। ঘূর্ণি ঝড়ের দাপটে কর্নাটকে এখনো পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গোয়াতে ভেঙে পড়েছে প্রচুর ঘরবাড়ি গাছপালা। গুরুতর এই পরিস্থিতিতে যে সমস্ত রাজ্যগুলিতে এই ঝড়ের প্রভাব পড়বে সেখানকার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)।

দুর্যোগ পরিস্থিতির গুরুত্ব বুঝে বহু আগে থেকেই সতর্ক করা হয়েছিল সমস্ত রাজ্যগুলিকে। শনিবার পরিস্থিতি পর্যালোচনা করে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর রবিবার গুজরাট মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও দমন দিউ দাদার প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি সূত্রে জানা যাচ্ছে, এই ঝড়ের ধ্বংসাত্মক ক্ষমতাকে গুরুত্ব দিয়ে আগেই সতর্ক হয়ে গিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই ১০০টি উদ্ধারকারী দল কাজ করছে কেরল, কর্নাটক, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র ও গোয়ায়।

আরও পড়ুন:কোভিড চিকিৎসায় বা ভ্যাকসিন পেতে আর বাধ্যতামূলক নয় আধার কার্ড, জানিয়েছে কেন্দ্র

দেশের গুরুতর করোনা পরিস্থিতির মাঝে এই ঝড় যে আরো বিপদ বয়ে আনতে পারে তা অনুমান করে শনিবারই প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়েছিলেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও যাতে করোনা টিকার কোনো ক্ষতি না হয় সে ব্যবস্থা আগাম করে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি জানানো হয়েছিল করোনা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এদিকে জানা গেছে, আগামী ১২ ঘণ্টায় নিজের শক্তি আরো বাড়াবে এই ঘূর্ণিঝড়। ফলে এই ১২ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছে মৌসম ভবন।

Related articles

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...
Exit mobile version