Monday, November 3, 2025

যোগীরাজ্যের গঙ্গার চর যেন মৃতের স্তুপ, এবার প্রয়াগরাজে উদ্ধার প্রচুর দেহ

Date:

দেশে করোনা পরিস্থিতি(covid situation) ভয়াবহ আকার নিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মৃতদেহ সৎকারের জন্য শ্মশান(cremation) পাওয়া যাচ্ছে না। গঙ্গায়(Ganga) ভাসছে শয়ে শয়ে দেহ। কোথাও আবার গঙ্গার চরেই পুঁতে দেওয়া হচ্ছে দেহ। আর এই ঘটনায় বারবার উঠে আসছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নাম। উন্নাও, কনৌজ, কানপুর, রায়বরেলির মতো জায়গায় গঙ্গার চর থেকে উদ্ধার হয়েছিল প্রচুর মৃতদেহ। এবার সেই তালিকায় উঠে এল প্রয়াগরাজের নাম। এখানে গঙ্গার ধারে বালির চর থেকে উদ্ধার হল প্রচুর অর্ধদগ্ধ দেহ। প্রতিটি দেহই করোনায় আক্রান্তদের(covid dead body) বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের।

জানা গিয়েছে, প্রয়াগরাজের শ্রীঙ্গভেরপুর ধামে প্রয়াগরাজ ছাড়াও প্রতাপগড়, সুলতানপুরের বাসিন্দাদের মৃতদেহ সৎকারের জন্য আনা হয়। তবে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আগে এখানে দিনে ৫০ থেকে ৬০ জনের দেহ সৎকার করা হতো। এপ্রিলের পর থেকে দৈনিক ১০০ থেকে ১৫০ মৃতদেহ এখানে আসছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে দেহ দাহ করার জন্য প্রয়োজনীয় কাঠ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আবার মৃতের পরিবারের দাবি বিপুল পরিমাণ টাকা দাবি করা হচ্ছে দেহ সৎকারের জন্য। অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই এবার প্রয়াগরাজের গঙ্গার চর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ দেহ। কোথাও আবার মৃতদেহ অর্ধদগ্ধ অবস্থায় বালির ওপর ফেলে রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশে গঙ্গার চড়ে এত মৃতদেহ উদ্ধার হওয়ায় বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে।

আরও পড়ুন:ফের দেশে ‘স্পুটনিক ভি’, ভারতের জন্য বার্ষিক ৮৫ কোটি ভ্যাকসিন তৈরির লক্ষ্য : রাশিয়া

উল্লেখ্য, এর আগে বিহারের বক্সার জেলায় নদীতে ভেসে আসতে দেখা যায় শতাধিক মৃতদেহ। মৃতদেহ উদ্ধার হয় উত্তরপ্রদেশের একাধিক জায়গায় নদীর চর থেকে। স্থানীয়দের দাবি, প্রয়াগরাজে প্রতিদিন ১০ থেকে ১২ টি মৃতদেহ এনে বালির চরে পোঁতা হচ্ছে। নদীর পাশে এই ধরনের সমাধি ফলে জলের তোড়ে কোথাও বেরিয়ে আসছে মৃতদেহের অংশবিশেষ। পরিস্থিতিতে লাগাম টানতে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। তবে সে নির্দেশিকা যে শুধুই খাতায়-কলমে, বাস্তব ছবিটা সেটাই প্রমাণ করছে।

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version