Sunday, August 24, 2025

যোগীরাজ্যের গঙ্গার চর যেন মৃতের স্তুপ, এবার প্রয়াগরাজে উদ্ধার প্রচুর দেহ

Date:

দেশে করোনা পরিস্থিতি(covid situation) ভয়াবহ আকার নিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মৃতদেহ সৎকারের জন্য শ্মশান(cremation) পাওয়া যাচ্ছে না। গঙ্গায়(Ganga) ভাসছে শয়ে শয়ে দেহ। কোথাও আবার গঙ্গার চরেই পুঁতে দেওয়া হচ্ছে দেহ। আর এই ঘটনায় বারবার উঠে আসছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নাম। উন্নাও, কনৌজ, কানপুর, রায়বরেলির মতো জায়গায় গঙ্গার চর থেকে উদ্ধার হয়েছিল প্রচুর মৃতদেহ। এবার সেই তালিকায় উঠে এল প্রয়াগরাজের নাম। এখানে গঙ্গার ধারে বালির চর থেকে উদ্ধার হল প্রচুর অর্ধদগ্ধ দেহ। প্রতিটি দেহই করোনায় আক্রান্তদের(covid dead body) বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের।

জানা গিয়েছে, প্রয়াগরাজের শ্রীঙ্গভেরপুর ধামে প্রয়াগরাজ ছাড়াও প্রতাপগড়, সুলতানপুরের বাসিন্দাদের মৃতদেহ সৎকারের জন্য আনা হয়। তবে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আগে এখানে দিনে ৫০ থেকে ৬০ জনের দেহ সৎকার করা হতো। এপ্রিলের পর থেকে দৈনিক ১০০ থেকে ১৫০ মৃতদেহ এখানে আসছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে দেহ দাহ করার জন্য প্রয়োজনীয় কাঠ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আবার মৃতের পরিবারের দাবি বিপুল পরিমাণ টাকা দাবি করা হচ্ছে দেহ সৎকারের জন্য। অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই এবার প্রয়াগরাজের গঙ্গার চর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ দেহ। কোথাও আবার মৃতদেহ অর্ধদগ্ধ অবস্থায় বালির ওপর ফেলে রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশে গঙ্গার চড়ে এত মৃতদেহ উদ্ধার হওয়ায় বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে।

আরও পড়ুন:ফের দেশে ‘স্পুটনিক ভি’, ভারতের জন্য বার্ষিক ৮৫ কোটি ভ্যাকসিন তৈরির লক্ষ্য : রাশিয়া

উল্লেখ্য, এর আগে বিহারের বক্সার জেলায় নদীতে ভেসে আসতে দেখা যায় শতাধিক মৃতদেহ। মৃতদেহ উদ্ধার হয় উত্তরপ্রদেশের একাধিক জায়গায় নদীর চর থেকে। স্থানীয়দের দাবি, প্রয়াগরাজে প্রতিদিন ১০ থেকে ১২ টি মৃতদেহ এনে বালির চরে পোঁতা হচ্ছে। নদীর পাশে এই ধরনের সমাধি ফলে জলের তোড়ে কোথাও বেরিয়ে আসছে মৃতদেহের অংশবিশেষ। পরিস্থিতিতে লাগাম টানতে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। তবে সে নির্দেশিকা যে শুধুই খাতায়-কলমে, বাস্তব ছবিটা সেটাই প্রমাণ করছে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version