১ অগাস্টের মধ্যে ভারতে ১০ লক্ষ মৃত্যু করোনায়? WHO-র সতর্কবার্তা

ভয়ঙ্কর সতর্কবার্তা। অতি সংক্রামক ভারতীয় স্ট্রেনের প্রভাবে করোনার দ্বিতীয় ঢেউয়ের মৃত্যুমিছিল কোথায় থামবে কেউ জানে না। এর মধ্যেই আগাম পূর্বাভাস দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মুখ্য বিজ্ঞানী (chief scientist) সৌম্যা স্বামীনাথন। বিদেশি গবেষণার সূত্র উল্লেখ করে তিনি জানালেন, আগামী ১ অগাস্টের মধ্যে ভারতে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুসংখ্যা (death toll in india) ১০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। প্রসঙ্গত, বিশ্ববিখ্যাত মার্কিন ভাইরোলজিস্ট অ্যান্তনি ফাউচিও কিছুদিন আগে একই ধরনের আশঙ্কা প্রকাশ করে ভারতে টিকাকরণে গতি আনার কথা বলেছিলেন।

হু-র মুখ্য বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন বলেন, নিজেদের ভুলেই আমরা এই পরিস্থিতিকে প্রায় অনিবার্য করে তুলেছি। অতিমারির এক কঠিন পর্যায়ে রয়েছে ভারত। যে মুহূর্তে আমরা সতর্কতা ও স্বাস্থ্যবিধি নিয়ে শিথিলতা দেখিয়েছি সেই সময়েই করোনাভাইরাসের আরও শক্তিশালী ও অতি সংক্রামক প্রজাতির উদ্ভব হয়েছে। সৌম্যার কথায়, বিভিন্ন মডেল থেকে উঠে আসছে যে আগামীদিনে আরও বহু মৃত্যু দেখতে হবে আমাদের। একদিকে করোনার বিপজ্জনক স্ট্রেনের দাপট, আর অন্যদিকে মানুষের অসচেতনতা ও টিকাকরণে ধীর গতি; সব মিলিয়েই পরিস্থিতি সংকটজনক হতে বাধ্য। প্রসঙ্গত, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথমেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের পূর্বাভাস: পয়লা অগাস্টের মধ্যে করোনায় ১০ লক্ষ মানুষের মৃত্যু প্রত্যক্ষ করতে পারে ভারত।

Advt

Previous articleদ্বিতীয় হুগলি সেতুতে গাড়ি রেখে রহস্যজনকভাবে উধাও ব্যবসায়ী
Next articleকোভিড চিকিৎসায় বা ভ্যাকসিন পেতে আর বাধ্যতামূলক নয় আধার কার্ড, জানিয়েছে কেন্দ্র