Monday, November 10, 2025

রাজ্যপালের অনুমতির দিনেই গ্রেফতারের চিত্রনাট্য তৈরি হয়ে যায়

Date:

রাজনৈতিক প্রতিহিংসা? হিসাব মেলাতে গিয়ে অনেকেই এ কথা বলছেন। কেন? ভোটের ফল বেরনোর কয়েক দিন আগেই ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কেন স্পিকারের অনুমতি আগে নেওয়া হল না? প্রশ্ন উঠছে। আর সেদিনই পরিষ্কার হয়ে যায় নারদ মামলায় গ্রেফতারের চিত্রনাট্য।

২০১৬তে সাংবাদিক স্যামুয়েল ম্যাথুর স্টিং অপারেশন প্রকাশ্যে আসার পরেই অর্থ নেওয়ার অভিযোগ ওঠে পুলিশ কর্তা এস এম মির্জা, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, সৌগত রায়, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। মির্জাকে এই মামলায় গ্রেফতার করা হয়। তিনি আপাতত জামিনে মুক্ত। যে সময়ে এই ঘটনা ঘটে, তখন মুকুল, শুভেন্দু, প্রসূন, অপরূপা, সৌগত সাংসদ ছিলেন। তাই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে লোকসভার অধ্যক্ষ ও রাজ্যসভার চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি পেতে হবে। কিন্তু তাদের বিরুদ্ধে কেন এখনও অনুমতি চাওয়া হলো না? কেন পাঁচ বছরের মধ্যে অনুমতি চাওয়া হয়নি, সে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ উঠছে। যাঁরা বিধায়ক তাদের বিরুদ্ধে তদন্ত করতে গেলে বিধানসভার অধ্যক্ষের অনুমতি দরকার। কিন্তু সেটাও করা হয়নি। অধ্যক্ষকে উপেক্ষা করে রাজ্যপালকে দিয়ে অনুমতি নেওয়া হয়েছে। এই মামলায় এতো তাড়াহুড়ো যদি থাকে তাহলে সেই সময়ে সাংসদ থাকা অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের অনুমতি চেয়ে লোকসভার অধ্যক্ষ বা রাজ্যসভার চেয়ারম্যানের অনুমতি কেন নেওয়া হয়নি বিগত ৫ বছরে? এ প্রশ্নের উত্তর দিতে হবে সিবিআইকে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version