Monday, November 10, 2025

শুক্রবার থেকেই শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে রেশন’

Date:

‘২১ এর ভোটপ্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief minister Mamata Banerjee)সবচেয়ে বড় চমক এবং প্রতিশ্রুতি ছিল দুয়ারে রেশন। সে সময় তিনি প্রতিটি জনসভায় গিয়ে কথা দিয়েছিলেন সরকারে ফিরলে যত শীঘ্র সম্ভব ‘দুয়ারে রেশন (duare ration project) চালু করবেন। বাংলার মানুষকে আশার আলো দেখিয়েছিলেন যে খাদ্যের ব্যাপারে আর চিন্তা করতে হবে না । সরকার নিজেই বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দিয়ে আসবে। যেমন কথা তেমন কাজ। এবার ক্ষমতায় ফিরে সেই কাজই শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতে প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার এ নিয়ে খাদ্যভবনে একটি বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী শুক্রবার থেকে দুয়ারে রেশনের পাইলট প্রজেক্ট (Pilot Project) শুরু হচ্ছে ।

কীভাবে কাজ হবে? প্রথম পর্যায়ে রাজ্যের মোট ২৮ টি রেশন দোকান থেকে বাড়ি বাড়ি রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হবে। সেই কাজে কতটা সুবিধা বা কতটা অসুবিধা হল তা নিয়ে পরের সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে। প্রথম দিনের কাজের সাফল্য এবং ব্যর্থতার ঠিকঠাক হিসেব নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে । তারপর আলোচনা সাপেক্ষে নিয়মিত কাজ শুরু করা নিয়ে নির্দেশিকা তৈরি হতে পারে।

এদিন খাদ্যভবনের বৈঠকে নতুন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ উপস্থিত থাকতে পারেননি। ছেলে রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, খাদ্যসচিব পারভেজ সিদ্দিকি। আর উপস্থিত ছিলেন রেশন ডিলাররা। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, পাইলট প্রজেক্ট হিসেবে শুক্রবার থেকেই দুয়ারে দুয়ারে রেশন বিলি শুরু হয়ে যাবে। প্রথম পর্বে রাজ্যের মোট ২২ জেলার ২২টি দোকানকে বেছে নেওয়া হয়েছে। এছাড়া শহরাঞ্চলে আরও ৬ টি দোকান থেকে বাড়ি বাডি রেশন পৌঁছে দেওয়া হবে। সবমিলিয়ে মোট ২৮টি রেশন দোকান থেকে দুয়ারে রেশনের কাজ শুরু হবে।

বৈঠক শেষে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপস ডিলার ফেডারেশনের (AIFPSF) সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁদের তরফে বেশ কয়েকটি প্রস্তাব দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। সেখানে বলা হয়েছে, যেহেতু বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কাজ এই প্রথম হবে এবং বেশ বড় একটা প্রকল্প, তাই আমাদের কিছু প্রস্তুতি প্রয়োজন। কাজের ধরনও নতুন। তাই ভালো করে বুঝে নিতে হবে।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version