দেশজুড়ে করোনার (Corona) ভয়াল গ্রাসে যখন বিপর্যস্ত মানুষ, ঠিক তখনই লাগাতার জ্বালানোর দাম বৃদ্ধির খেলায় মেতেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। কোভিড বিপর্যস্ত দেশে সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে ফের বাড়ল পেট্রোল–ডিজেলের (Petrol- Disel) দাম। আজ, মঙ্গলবার কলকাতা-সহ রাজ্যজুড়ে পেট্রোলের দাম বেড়েছে ২৫ পয়সা। দাম বাড়ার ফলে এখন থেকে লিটার প্রতি পেট্রোল কিনতে হবে ৯২ টাকা ৯২ পয়সা দিয়ে। ডিজেলের দাম বেড়েছে ২৯ পয়সা। যার ফলে নতুন দাম দাঁড়াল ৮৬ টাকা ৩৫ পয়সা।

শুধু কলকাতা নয়, রাজধানী দিল্লি ও মেট্রো শহরগুলোতেও নতুন করে দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। প্রসঙ্গত, বাংলা-সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটপর্ব মিটতেই গত ১০ মে থেকে লাগাতার দাম বাড়ছে জ্বালানি তেলের দাম।