Monday, November 10, 2025

করোনা আবহে হবু মায়েদের পাশে দাঁড়াতে চান অনুষ্কা শর্মা

Date:

সদ্য মা হয়েছেন নিজে। এই লকডাউনেও স্বামী বিরাট কোহলি (Virat Kohli)এবং কন্যা ভামিকাকে (bhamika Kohli)নিয়ে দিব্যি সুখে সংসার করছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma )। তিনি নিজেও করোনা আবহেই (corona pandemic )মা হয়েছেন। তাই হবু মায়েদের প্রতি মুহূর্তে যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় তা তিনি নিজে ভাল করেই জানেন। বিশেষত সেই মা যদি নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়েন বা তার পরিবারের কেউ করোনা আক্রান্ত হন পরিস্থিতি আরো জটিল হতে বাধ্য। ঠিক এই সময়ে হবু মায়েদের পাশে দাঁড়াতে চান অনুষ্কা শর্মা(a project to support the would be mothers)। করোনা আর সাইক্লোনের দাপটে বিপর্যস্ত মুম্বইয়ের হবু মায়েদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনুষ্কা। কীভাবে? অনুষ্কা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ফোন নম্বর শেয়ার করেছেন। সঙ্গে হ্যাশট্যাগে লিখেছেন ‘হ্যাপি টু হেল্প’। যাঁরা মা হতে চলেছেন তাঁদের ২৪ ঘণ্টা সাহায্যের জন্য তৈরি রয়েছে তাঁর টিম। অনুষ্কা জানিয়েছেন, যিনি মা হতে চলেছেন, তাঁর যে কোনও মুহূর্তে মেডিক্যাল এমার্জেন্সি তৈরি হতে পারে। সন্তানসম্ভবা কোনও মহিলার কোনও সাহায্যের প্রয়োজন হলে তিনি যে কোনও সময় ওই নির্দিষ্ট নম্বরে ফোন করতে পারেন।

এর আগে করোনা মোকাবিলায় সাত দিনের একটি তহবিল গড়ার আসরে নেমেছিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। প্রথমে সাত কোটি টাকা তোলার লক্ষ্য ছিল। সময়সীমার মধ্যেই তহবিলে সেই টাকা ওঠার পর, প্রথম লক্ষ্য বাড়িয়ে বিরুষ্কা সেটি করেন ১১ কোটি। ২ কোটি অনুদান দিয়ে গত ৭মে সেই তহবিল শুরু করেন বিরুষ্কা। শেষ পর্যন্ত ওই তহবিলে ত্রাণ হিসেব জমা হয়েছে মোট ১১ কোটি ৩৯ লক্ষ ১১ হাজার ৮২০ টাকা।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version