Monday, November 10, 2025

নারদ: শুভেন্দু-সৌগতদের বিরুদ্ধে পদক্ষেপের অনুমতি চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি সিবিআইয়ের

Date:

নারদ মামলায়(Naroda scam) ইতিমধ্যেই রাজ্যের দুই মন্ত্রীসহ চারজনকে গ্রেফতার করে বঙ্গ রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে সিবিআই(CBI)। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে এবার উঠে পড়ে লাগলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনায় অভিযুক্ত আরো চার নেতা নেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে(Om Birla) সিবিআইয়ের তরফের চিঠি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই ৪ অভিযুক্ত হলেন, তৃণমূল সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী৷

প্রসঙ্গত, অভিযুক্তদের মধ্যে প্রথম তিনজন সাংসদ পদে থাকলেও শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপির বিধায়ক। তবে যে সময় নারদ স্টিং অপারেশন হয় সেই সময় তিনি তৃণমূলের সাংসদ ছিলেন। অন্যদিকে সিবিআই সূত্রে খবর, আর এক অভিযুক্ত তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার নারদ স্টিং অপারেশনের সময় সাংসদ হননি৷ সেই কারণেই তাঁর নাম তালিকায় নেই৷ নারদ মামলায় অভিযুক্ত তৎকালীন আর এক সাংসদ সুলতান আহমেদ প্রয়াত হয়েছেন৷

নারদ মামলা তদন্তে নেমে গত সোমবার রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম, বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই৷ এরপরই নানা মহল থেকে প্রশ্ন ওঠে কেন শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ের বিরুদ্ধে পদক্ষেপ করছেনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? প্রশ্ন ওঠে বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে সিবিআই? এহেন পরিস্থিতিতে মাঝেই সিবিআই সূত্রে জানা গেল, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন:নারদকাণ্ডে ৪ গ্রেফতারির পর অভিযুক্ত সাংসদরা আইনী রক্ষাকবচ নেবেন কি? বাড়ছে জল্পনা

সিবিআইয়ের তরফে আরো জানা গিয়েছে, নারদ কান্ডে অভিযুক্ত তৃণমূল সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২০১৯ সালে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে চার্জশিটে তাদের নাম দেওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। তবে সেই চিঠির কোনো উত্তর আসেনি। এরপর সম্প্রতি চারজনকে গ্রেপ্তারের পর ফের একবার লোকসভার অধ্যক্ষকে চিঠি দিল সিবিআই। তবে সকলের বিরুদ্ধে পদক্ষেপ নিলেও মুকুল রায়ের বিরুদ্ধে সিবিআই কী পদক্ষেপ নেবে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গিয়েছে। জানা যাচ্ছে, তৎকালীন রাজ্যসভার সাংসদ মুকুল রায়কে সরাসরি টাকা নিতে দেখা যায়নি ওই ফুটেজে। তার ফলে বর্তমান এই বিজেপি বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এখনো রাজ্যসভায় কোনরকম আবেদন জানানো হয়নি সিবিআইয়ের তরফে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version