Wednesday, May 7, 2025

নারদ: শুভেন্দু-সৌগতদের বিরুদ্ধে পদক্ষেপের অনুমতি চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি সিবিআইয়ের

Date:

নারদ মামলায়(Naroda scam) ইতিমধ্যেই রাজ্যের দুই মন্ত্রীসহ চারজনকে গ্রেফতার করে বঙ্গ রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে সিবিআই(CBI)। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে এবার উঠে পড়ে লাগলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ঘটনায় অভিযুক্ত আরো চার নেতা নেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে(Om Birla) সিবিআইয়ের তরফের চিঠি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই ৪ অভিযুক্ত হলেন, তৃণমূল সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী৷

প্রসঙ্গত, অভিযুক্তদের মধ্যে প্রথম তিনজন সাংসদ পদে থাকলেও শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপির বিধায়ক। তবে যে সময় নারদ স্টিং অপারেশন হয় সেই সময় তিনি তৃণমূলের সাংসদ ছিলেন। অন্যদিকে সিবিআই সূত্রে খবর, আর এক অভিযুক্ত তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার নারদ স্টিং অপারেশনের সময় সাংসদ হননি৷ সেই কারণেই তাঁর নাম তালিকায় নেই৷ নারদ মামলায় অভিযুক্ত তৎকালীন আর এক সাংসদ সুলতান আহমেদ প্রয়াত হয়েছেন৷

নারদ মামলা তদন্তে নেমে গত সোমবার রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম, বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই৷ এরপরই নানা মহল থেকে প্রশ্ন ওঠে কেন শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ের বিরুদ্ধে পদক্ষেপ করছেনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? প্রশ্ন ওঠে বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে সিবিআই? এহেন পরিস্থিতিতে মাঝেই সিবিআই সূত্রে জানা গেল, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন:নারদকাণ্ডে ৪ গ্রেফতারির পর অভিযুক্ত সাংসদরা আইনী রক্ষাকবচ নেবেন কি? বাড়ছে জল্পনা

সিবিআইয়ের তরফে আরো জানা গিয়েছে, নারদ কান্ডে অভিযুক্ত তৃণমূল সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২০১৯ সালে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে চার্জশিটে তাদের নাম দেওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। তবে সেই চিঠির কোনো উত্তর আসেনি। এরপর সম্প্রতি চারজনকে গ্রেপ্তারের পর ফের একবার লোকসভার অধ্যক্ষকে চিঠি দিল সিবিআই। তবে সকলের বিরুদ্ধে পদক্ষেপ নিলেও মুকুল রায়ের বিরুদ্ধে সিবিআই কী পদক্ষেপ নেবে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গিয়েছে। জানা যাচ্ছে, তৎকালীন রাজ্যসভার সাংসদ মুকুল রায়কে সরাসরি টাকা নিতে দেখা যায়নি ওই ফুটেজে। তার ফলে বর্তমান এই বিজেপি বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এখনো রাজ্যসভায় কোনরকম আবেদন জানানো হয়নি সিবিআইয়ের তরফে।

Related articles

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...

বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

সকালে গরমের দাবদাহ কাটিয়ে বুধের বিকেলেই বৃষ্টি ভেজার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে...

২ মহিলা সেনা ব্যোমিকা-সোফিয়ার কৃতিত্বের খতিয়ান

পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের 'অপারেশন সিন্দুর'। পাক অধিকৃত কাশ্মীরে (Kashmir) এয়ার স্ট্রাইকের সেই বিবৃতি সংবাদ মাধ্যমের সামনে...
Exit mobile version