প্রাক্তন মহিলা ক্রিকেটার শ্রাবন্তী নাইডুর মায়ের চিকিৎসার জন‍্য এগিয়ে এলেন বিরাট

ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার শ্রাবন্তী নাইডুর( sravanti naidu)পাশে দাঁড়ালেন ভারত অধিনায়ক( indian captain) বিরাট কোহলি( virat kohli)। শ্রাবন্তীকে ৬.৭৭ লক্ষ টাকা হাতে তুলে দিলেন ভারত অধিনায়ক।

বেশ কয়েক দিন আগে শ্রাবন্তীর গোটা পরিবার করোনায় আক্রান্ত হন। সেই চিকিৎসা করতে অনেক অর্থ খরচ হয়ে যায় শ্রাবন্তীর। এরপরই শ্রাবন্তীর হয়ে সাহায্য চান ব‍্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা। বিসিসিআইয়ের ( bcci) কাছে সাহায্য চান তিনি। সেই টুইটই বিরাটকে ট‍্যাগ করেন প্রাক্তন মহিলা ক্রিকেটার আহ্বায়ক এন বিদ‍্যা। এরপরই সাহায্যে এগিয়ে আসেন বিরাট।

পরিবারে করোনায় চিকিৎসার জন‍্য ইতিমধ্যে ১৬ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন শ্রাবন্তী।

আরও পড়ুন:বিশ্বকাপ যোগ‍্যতা অর্জনের বাকি তিন ম‍্যাচের জন‍্য ঘোষণা করা হল ভারতীয় দল

Advt

Previous articleনারদ: শুভেন্দু-সৌগতদের বিরুদ্ধে পদক্ষেপের অনুমতি চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি সিবিআইয়ের
Next articleকোচবিহারে লোকালয়ে বাইসনের হানায় ২ মহিলা সহ জখম ৩