Sunday, November 16, 2025

‘দৃপ্ত ভঙ্গিতে ফিরে আসুন’, বুদ্ধবাবুর সুস্থতা চেয়ে প্রার্থনা শ্রীলেখা-জিতু-অনীকদের

Date:

করোনা ভাইরাসে(coronavirus) আক্রান্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য(Buddhadeb Bhattacharya) ও তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য(Mira Bhattacharya)। বর্তমানে বুদ্ধবাবু বাড়িতে চিকিৎসাধীন থাকলেও শ্বাসকষ্ট সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে মীরা ভট্টাচার্যকে। জানা গিয়েছে, আপাতত তিনি স্থিতিশীল রয়েছে। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে টলিপাড়ার(Tollywood) বামপন্থী তারকাদের মধ্যে। প্রিয় নেতার সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক বার্তা দিয়েছেন তারা। সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্যের একটি পুরনো ছবি পোস্ট করে অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখেছেন, ‘এই দৃপ্ত ভঙ্গিতেই ফিরে আসুন দুজনে তাড়াতাড়ি।’ পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বুদ্ধবাবুর সুস্থতা কামনা করেছেন, অভিনেতা জিতু কমল, মেহুল গোস্বামী ঠাকুর, অনীক দত্তর মতো তারকারা।

বুদ্ধবাবু অসুস্থ এই খবরটা পাওয়ার পর রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছেন অভিনেতা জীতু কমল। এরপর ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমার ঈশ্বর আজ আক্রান্ত, স্তব্ধ হলাম। আর কোন কথা নয়।” সুস্থতা কামনা করে পরিচালক অনীক দত্ত লেখেন, “ভালো হয়ে উঠুন স্যার। দুজনেই‌। তাড়াতাড়ি।” পাশাপাশি ফেসবুকে বুদ্ধবাবুর সুস্থতা কামনা করে মেহুল গোস্বামী ঠাকুর লেখেন “দয়া করে শোভন-বৈশাখীকে নিয়ে মূর্খের প্রলাপ বন্ধ করে বুদ্ধবাবুদের জন্য ২ হাত জোড় করুন’।”

আরও পড়ুন:মামলা স্থানান্তর নিয়ে সওয়াল সলিসিটর জেনারেলের, জবাব সিংভির

এদিকে বুধবার সকালে হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানা গিয়েছে, মীরা ভট্টাচার্যের অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে। সংক্রমণ কত পর্যন্ত ছড়িয়েছে, তা জানতে স্ক্যান করা হয়েছে। কিন্তু তাতে ফুসফুসে কোনও জটিল সংক্রমণ ধরা পড়েনি। করা হয়েছে বেশ কিছু রক্ত পরীক্ষাও। অন্যদিকে বাড়িতে রেখেই চিকিৎসা চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের। জানা গিয়েছে, বাইপ্যাপের সাহায্যে বুদ্ধ বাবুর শরীরে অক্সিজেনের মাত্রা ৯০%-র বেশি রয়েছে। তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন চিকিৎসকরা। একাধিক কোমর্বিডিটি থাকায় তাঁকে বাড়িতে রেখে চিকিৎসা করাতে চাইছে না বাম দল। পাশাপাশি বুদ্ধদেবও হাসপাতালে যেতে রাজি নন বলেই জানা যাচ্ছে।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version